বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন

বাংলাদেশে আসছেন ম্যারাডোনা

maradona
ছবি: এএফপি

অবশেষে সত্যি হলো সব জল্পনা-কল্পনা। আগামী বছর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) বিভিন্ন আয়োজনের অংশ হিসেবে বাংলাদেশে আসছেন ফুটবল কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনা।

আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী তারকার বাংলাদেশে আসার বিষয়টি মঙ্গলবার (৩১ ডিসেম্বর) নিশ্চিত করেছেন বাফুফের সভাপতি কাজী সালাহউদ্দিন। তবে ম্যারাডোনা ঠিক কবে আসবেন তার নির্দিষ্ট দিনক্ষণ এবং কী কী অনুষ্ঠানে অংশ নেবেন- সেসব এখনও চূড়ান্ত হয়নি।

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে আগামী ২০২০ সালকে ঘোষণা করা হয়েছে মুজিববর্ষ। এ নিয়ে অন্যান্য অনেক সংস্থার মতো বাফুফেরও রয়েছে নানা উদ্যোগ। তারই অংশ হিসেবে বাংলাদেশে পা রাখতে যাচ্ছেন ম্যারাডোনা।

বাফুফে প্রধান সালাহউদ্দিন দ্য ডেইলি স্টারকে বলেছেন, ‘বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশে আসতে আমরা যে আমন্ত্রণ জানিয়েছিলাম, তাতে সম্মতি দিয়েছেন ম্যারাডোনা। যেহেতু উদযাপনের অংশ হিসেবে নানা রকমের আয়োজন থাকছে, তাই কবে-কখন তিনি আসবেন তা এখনও নির্ধারণ করা হয়নি।’

উল্লেখ্য, ১৯৮৬ সালে মেক্সিকো বিশ্বকাপে ম্যারাডোনার নৈপুণ্যে শিরোপা জিতেছিল আর্জেন্টিনা। পরের আসরেও তার নেতৃত্বে ফাইনালে উঠেছিল দক্ষিণ আমেরিকার অন্যতম শক্তিশালী দলটি। তবে সেবার রানার্স-আপ হয়েই সন্তুষ্ট থাকতে হয় আর্জেন্টিনাকে।

Comments

The Daily Star  | English

Bangladesh women retain SAFF glory

Bangladesh retained the title of SAFF Women's Championship with a 2-1 win against Nepal in an entertaining final at the Dasharath Stadium in Kathmandu today. 

14m ago