বিদায়ী বছরে ধর্ষণের ঘটনা বেড়েছে দ্বিগুণ: আসক

জাতীয় প্রেসক্লাবে আইন ও সালিশ কেন্দ্রের সংবাদ সম্মেলন। ছবি: স্টার

বিদায়ী ২০১৯ সালে ধর্ষণের ঘটনা তার আগের বছরের তুলনায় দ্বিগুণ বেড়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে আইন ও সালিশ কেন্দ্র (আসক)।

জাতীয় প্রেসক্লাবে বার্ষিক প্রতিবেদনে মানবাধিকার সংস্থাটি জানায়, ২০১৯ সালে ১৪১৩ জন নারী ধর্ষণের শিকার হয়েছেন। এর মধ্যে ধর্ষণের পর হত্যা করা হয়েছে ৭৬ জনকে। ধর্ষিতাদের মধ্যে ১০ জন আত্মহত্যা করেছেন।

অন্যদিকে ২০১৮ ও ২০১৭ সালে সারাদেশে ধর্ষণের শিকার হয়েছিলেন যথাক্রমে ৭৩২ ও ৮১৮ জন।

প্রতিবেদনে বলা হয়, যৌন হয়রানি ও শিশু নির্যাতনের ঘটনার দিক থেকেও উদ্বেগজনক ছিল ২০১৯ সাল। এ বছর ২৫৮ জন নারী যৌন হয়রানির শিকার হয়েছেন যা আগের বছরের তুলনায় বেশি। এসব ঘটনার প্রতিবাদ করতে গিয়ে চার নারীসহ ১৭ জন নিহত হয়েছেন। আত্মহত্যা করেছেন ১৮ জন নির্যাতিতা।

Comments

The Daily Star  | English

3 killed in Iranian missile strike on southern Israel, says MDA

Trump brokered ceasefire agreement in contact with Israel, Iran: White House official

2d ago