নারীর হাতে থাপ্পড় দিয়ে নিজের হাত ছাড়ালেন পোপ ফ্রান্সিস
পোপ ফ্রান্সিস সেন্ট পিটার্স স্কয়ারে শিশু এবং তীর্থযাত্রীদের শুভেচ্ছা জানাতে গিয়েছিলেন। সেখানে এক নারী তার হাত ধরে ফেললে নিজেকে ছাড়ানোর জন্য পোপ ফ্রান্সিস সেই নারীর হাতে থাপ্পড় মারেন।
গতকাল (৩১ ডিসেম্বর) ভ্যাটিকান সিটিতে এই ঘটনা ঘটে।
পোপ তখন ভ্যাটিকান সিটির কেন্দ্রের দিকে যাচ্ছিলেন। যাওয়ার সময় দুপাশের ভিড়ের মধ্যে থাকা শিশুদের দিকে তার আদরের হাত বাড়িয়ে দিচ্ছিলেন। এরই মধ্যে এক নারী হঠাৎ তার হাত ধরে ফেলে এবং নিজের দিকে টান দেয়।
সিএনএনে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, পোপ তখন দৃশ্যত বিচলিত হয়ে পরেছিলেন। নিজের হাত ঐ নারীর হাত থেকে ছাড়ানোর জন্য নারীর হাতে থাপ্পড় মারতে শুরু করেছিলেন।
পোপের হাত ধরার আগে ঐ নারী ক্রুশের চিহ্ন তৈরি করেছিলেন। পোপের হাত ধরে তিনি কিছু একটা বলেছিলেন। তবে কী বলেছিলেন তা স্পষ্ট নয়।
Comments