খুলনায় ৫৮৫ জন পাটকল শ্রমিক অসুস্থ, ১৪ জন হাসপাতালে

Khulna.jpg
১ জানুয়ারি ২০২০, আমরণ অনশনকালে অসুস্থ হয়ে পড়া পাটকল শ্রমিকদের স্যালাইন দেওয়া হচ্ছে। ছবি: স্টার

জাতীয় মজুরি কমিশন বাস্তবায়নসহ ১১ দফা দাবিতে দ্বিতীয় দফায় আমরণ অনশনরত খুলনার রাষ্ট্রায়ত্ত নয়টি পাটকলের অন্তত ৫৮৫ জন শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। গতকাল বিকাল থেকে এখন পর্যন্ত ১৪ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আমাদের খুলনা সংবাদদাতা জানিয়েছেন, নগরীর খালিশপুর বিআইডিসি সড়কে অবস্থান নিয়ে শান্তিপূর্ণ আন্দোলন করে আসছেন শ্রমিকেরা। আজ (১ জানুয়ারি) আমরণ অনশন কর্মসূচি পালনের চতুর্থতম দিনে তাদের অসুস্থ হয়ে পড়ার সংখ্যা বাড়ছে। গতকাল বিকাল থেকে গুরুতর অসুস্থ হয়ে ৯ জন খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল ও ৫ জন বিভিন্ন বেসরকারি ক্লিনিকে ভর্তি হয়েছেন।

এদের মধ্যে প্লাটিনাম জুট মিলের ৮ জন, স্টার জুট মিলের ৪ জন, ক্রিসেন্ট ও খালিশপুর জুট মিল থেকে একজন করে রয়েছেন।

এছাড়াও, বর্তমানে অন্তত ৪১ জন শ্রমিককে স্যালাইন দেওয়া হচ্ছে। এর মধ্যে প্লাটিনামের ৫ জন, স্টারের ২২ জন এবং ক্রিসেন্টের ১৪ জন রয়েছেন।

শ্রমিকদের শারীরিক অবস্থার সার্বক্ষণিক খোঁজ-খবর রাখছে শ্রমিক সংগঠনগুলো। তাদের কাছ থেকে পাওয়া তালিকা থেকে জানা গেছে, ইতিমধ্যে অন্তত ৫৮৫ জন শ্রমিক কমবেশি অসুস্থ হয়ে পড়েছেন। এর মধ্যে রয়েছেন, প্লাটিনামের ৩০৬ জন, স্টারের ১৭৭ জন, ক্রিসেন্টের ৭৬ জন, খালিপুরের ৪ জন এবং বাকিরা অন্যান্য পাটকলের শ্রমিক।

আরও পড়ুন:

আমরণ অনশনরত খুলনার পাটকল শ্রমিকরা আতঙ্কে

আবারও আমরণ অনশনে খুলনার পাটকল শ্রমিকরা

Comments

The Daily Star  | English

Bangladesh women retain SAFF glory

Bangladesh retained the title of SAFF Women's Championship with a 2-1 win against Nepal in an entertaining final at the Dasharath Stadium in Kathmandu today. 

14m ago