সাকিবের সঙ্গে মোসাদ্দেক-মিঠুনদের পার্থক্য যেখানে, ব্যাখ্যা করলেন গিবস
ধুঁকতে থাকা সিলেট থান্ডারের অধিনায়ক মোসাদ্দেক হোসেন প্রতিশ্রুতিশীল তকমাতেই আটকে। ব্যাট হাতে মোহাম্মদ মিঠুন এবারে তাদের সেরা স্থানীয় পারফর্মার হলেও বড্ড অনিয়মিত। সামর্থ্য থাকা সত্ত্বেও কেন তারা প্রত্যাশা পূরণ করতে পারছেন না?
মোসাদ্দেক-মিঠুনদের সঙ্গে কাজ করতে গিয়ে সিলেটের কোচ ও সাবেক তারকা দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার হার্শেল গিবস খুঁজে বের করেছেন বেশ কিছু কারণ। যেমন- নিজেদের ওপর আস্থার অভাব, ম্যাচের পরিস্থিতি বুঝতে না পারা, বড় শট খেলার প্রবণতা, যথেষ্ট মানসিক জোরের ঘাটতি ইত্যাদি। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সেরা তারকা সাকিব আল হাসান কেন নিজেকে বাকিদের চেয়ে সেরা প্রমাণ করতে পেরেছেন তা-ও উঠে এসেছে তার বিশ্লেষণে।
বঙ্গবন্ধু বিপিএলে আট ম্যাচে মাত্র এক জয়। পয়েন্ট তালিকায় সবার নিচে থেকে আগামীকাল বৃহস্পতিবার (২ জানুয়ারি) ঘরের মাঠে খেলতে নামবে তারা। সিলেট পর্বের প্রথম দিনের দ্বিতীয় ম্যাচে স্বাগতিকদের প্রতিপক্ষ কুমিল্লা ওয়ারিয়র্স।
তার আগের দিন সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় গিবস বলেছেন, মিঠুন-মোসাদ্দেকরা ভালো মানের ক্রিকেটার, ‘সে (মোসাদ্দেক) ভালো ক্রিকেটার। কিন্তু তাকে উপলব্ধি করতে হবে যে সে কতটা ভালো ক্রিকেটার হতে চায়। এটা আসলে ক্রিকেট বুঝতে পারার ব্যাপার। শুধু মোসাদ্দেক নয়, মিঠুনও আছে। এই ছেলেগুলি ভালো ক্রিকেটার। এবারের টুর্নামেন্টে মিঠুনের দুটি ইনিংস, টি-টোয়েন্টিতে ইনিংস গড়ে তোলার দিক থেকে হয়তো আমার দেখা সেরা টি-টোয়েন্টি ইনিংসগুলোর মধ্যে থাকবে।’
সামর্থ্যে ঘাটতি নেই। তবে গলদটা হচ্ছে কোথায়? মোসাদ্দেক-মিঠুনসহ স্থানীয় ক্রিকেটারদের নিয়ে সাবেক প্রোটিয়া ক্রিকেটারের মত, ‘কিন্তু অনেক সময়ই এই ছেলেরা একটু বেশি চিন্তা করে ফেলে। তারা ভাবে, বড় শটই সবকিছু। আসলে যা মোটেও ঠিক নয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো- ইনিংস কিভাবে গড়া হচ্ছে, মাঠের কোন জায়গা দিয়ে শট খেলব, কখন আক্রমণ করব, কখন নিজেকে সংযত রাখব, কখন জুটি গড়ব।’
শেষ নয় সেখানেই, ‘অনেক সময়ই এই ছেলেরা নিজেদের সামর্থ্যে আস্থা রাখতে পারে না। ক্রিকেটে এমন পরিস্থিতি আসে, যখন চার-পাঁচটি বল দেখে খেলতে হয়, তার পর ব্যাট চালাতে হয়। এই ব্যাপারগুলি বুঝতে হবে। মিঠুন (কয়েক ম্যাচে) উল্টো চেষ্টা করতে গিয়েছে, কাজে লাগেনি।’
যেসব কারণ গিবস তুলে ধরেছেন, সেসব জয় করেই সাকিব বাকিদের চেয়ে নিজেকে আলাদা প্রমাণ করতে পেরেছেন, সেরাদের সেরা হতে পেরেছেন, ‘সাকিব যেমন আর সবার চেয়ে আলাদা। কেন? সেটাই বুঝতে হবে অন্যদের। সে আলাদা কারণ তার ভাবনা অন্য পর্যায়ের। খেলাটা বুঝতে পারার ক্ষমতা তার অন্যদের চেয়ে আলাদা। সেজন্যই সে এত ভালো। গত দুই বছরে তার ম্যাচ পরিস্থিতি বুঝতে পারার ক্ষমতা অনেক বেড়েছে। এজন্যই সে সব সংস্করণে এত ধারাবাহিক হতে পেরেছে।’
তবে উত্তরণের পথ কী? স্থানীয়দের গিবস পরামর্শ দিয়েছেন মানসিকতা পাল্টানোর। আর দ্রুত ভুল শুধরে নেওয়ার। তাতেই মিলবে সাফল্য, ‘সবই ছোট ছোট ব্যাপার। কিন্তু গড়পড়তা ক্রিকেটাররা যতবার এসব ঠিকঠাক করতে পারে, তুলনামূলক ভালো ক্রিকেটাররা তার চেয়ে দ্রুত এটা করতে পারে। এই ছেলেরা কেবল যদি এই মানসিক দিকগুলোয় উন্নতি করতে পারে, ওদের খেলায় বিশাল পার্থক্য দেখতে পাবেন। ওদের হাতে শট আছে, স্কিল আছে। কেবল মানসিকতা উন্নতি করতে হবে।’
Comments