পুলিশ-ছাত্রদল সংঘর্ষে বগুড়ায় আহত ১১

বগুড়ায় ছাত্রদল নেতাকর্মীদের পুলিশের ধাওয়া। ছবি: স্টার

বগুড়ায় ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে অন্তত ১১ জন আহত হয়েছেন। পুলিশ বলেছে, আহতদের মধ্যে তাদের পাঁচ জন রয়েছেন।

ছাত্রদলের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মিছিল করার জন্য সকাল থেকেই শহরের খোকন পার্কে জড়ো হচ্ছিলেন বিএনপির সহযোগী সংগঠনটির নেতাকর্মীরা। দুপুর ১২টায় পুলিশ বাধা দিলে সেখানে উপস্থিত প্রায় ৫০ জন নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ বাধে।

অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী দ্য ডেইলি স্টারের বগুড়া সংবাদদাতাকে বলেন, ছাত্রদলের কিছু কর্মী পার্কের কাছে শহীদ মিনারে জুতা পায়ে উঠলে পুলিশ তাদের নিষেধ করে। তিনি বলেন, “পুলিশের কথায় কয়েকজন শহীদ মিনার থেকে নেমে এলেও অন্যরা আমাদেরকে আক্রমণ করেন।”

ছাত্রদলের সঙ্গে সংঘর্ষে তিনি নিজেসহ পুলিশের পাঁচ জন আহত হয়েছেন বলে জানান সনাতন। অন্য আহতরা হলেন, এএসআই আশরাফুল, কনস্টেবল সিফাত, মামুন এবং পারভেজ।

ছাত্রদলের সঙ্গে সংঘর্ষের ঘটনায় মাথা ফাটে এক পুলিস সদস্যের। ছবি: স্টার

পুলিশের আহতদের মধ্যে চার জনকে বগুড়া পুলিশ লাইন হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। কনস্টেবল পারভেজ মাথায় আঘাত পাওয়ায় তাকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে।

ছাত্রদলের জেলা সম্পাদক নূরে আলম রিগান বলেন, “প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহরের টিটু অডিটোরিয়ামে অনুষ্ঠান করার জন্য আমরা অনুমতি চেয়েছিলাম। পুলিশ অনুমতি না দিয়ে দলের অফিসে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করতে বলে।”

তিনি আরও বলেন, “আমরা পার্টি অফিস পর্যন্ত মিছিল নিয়ে যাওয়ার জন্য আজ সকালে খোকন পার্কে জড়ো হচ্ছিলাম। সেখানে বিএনপির দুজন এমপিও ছিলেন।”

ছাত্রদলের ছয় জন কর্মী পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত হয়েছে জানিয়ে তিনি বলেন যে, তাদের ২০ জনের বেশি নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। পুলিশের পক্ষ থেকেও আটকের কথা জানানো হয়েছে।

Comments

The Daily Star  | English

Bangladesh women retain SAFF glory

Bangladesh retained the title of SAFF Women's Championship with a 2-1 win against Nepal in an entertaining final at the Dasharath Stadium in Kathmandu today. 

14m ago