আইনশৃঙ্খলা খাতে বরাদ্দকৃত অর্থ ব্যয় নয়, বিনিয়োগ: প্রধানমন্ত্রী

PM-Shaikh-Hasina.jpg
প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফাইল ছবি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আইনশৃঙ্খলা খাতে বরাদ্দকৃত অর্থকে আমরা ব্যয় নয়, বিনিয়োগ হিসেবে বিবেচনা করে থাকি।

তিনি বলেন, “আমাদের সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডের ফলে বাংলাদেশ পুলিশে আজ গুণগত পরিবর্তন পরিলক্ষিত হচ্ছে। বাংলাদেশ পুলিশের সার্বিক উন্নয়নের ধারা ভবিষ্যতেও আমরা অব্যাহত রাখবো।”

আজ (৫ জানুয়ারি) রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনস মাঠে ‘পুলিশ সপ্তাহ-২০২০’ এর উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের উদ্ধৃতি দিয়ে প্রধানমন্ত্রী বলেন, “জাতির পিতা পুলিশ সদস্যদের উদ্দেশে বলতেন- আপনারা স্বাধীন দেশের পুলিশ। আপনারা বিদেশি শোষকদের পুলিশ নন, জনগণের পুলিশ।”

তিনি বলেন, “বঙ্গবন্ধুর এই আদর্শে অনুপ্রাণিত হয়ে আপনারা জনগণের সমস্যাকে আন্তরিক ও মানবিক দৃষ্টিকোণ থেকে দেখবেন। জনগণের মনে পুলিশ সম্পর্কে যেনো অমূলক ভীতি না থাকে, সেজন্য জনগণের সঙ্গে নিবিড় সম্পর্ক গড়ে তুলবেন।”

শেখ হাসিনা বলেন, “আমরা সব সময় আপনাদের ‘জনবান্ধব পুলিশ’ হিসেবে দেখতে চাই।”

তিনি আরও বলেন, “এজন্য বাংলাদেশ পুলিশকে কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে জনগণের সঙ্গে যোগাযোগ বাড়াতে হবে। আপনাদের পেশাগত দায়িত্ব পালনের সময় জনগণের মৌলিক অধিকার, মানবাধিকার ও আইনের শাসনকে সর্বাধিক গুরুত্ব দিতে হবে।”

Comments

The Daily Star  | English

Advisory council set to hold emergency meeting this evening

Sources from the CA office confirmed that the meeting will take place at the State Guest House, Jamuna

1h ago