নাগরিকত্ব আইন জনগণকে বোঝাতে বলিউড তারকাদের বৈঠকের আমন্ত্রণ মোদী সরকারের
নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে ভারত জুড়ে চলছে বিক্ষোভ। বিক্ষোভ ভারত ছাড়িয়ে পৃথিবীর অন্যান্য দেশ যেখানে ভারতীয় রয়েছেন সেখানেও ছড়িয়েছে। কিন্তু নরেন্দ্র মোদী সরকার বারবার সবাইকে বোঝানোর চেষ্টা করছেন এই আইনে খারাপ কিছু নেই। সাধারণ মানুষকে বোঝানোর এই প্রক্রিয়ার মোদী সরকার এবার যুক্ত করতে চাইছেন বলিউড তারকাদের।
বলিউড তারকাদের এই প্রক্রিয়ায় যুক্ত করতে তাদের নিয়ে একটি প্রাথমিক বৈঠকের আমন্ত্রণ জানানো হয়েছে। তাতে বৈঠকের বিষয় লেখা হয়েছে সংশোধিত নাগরিকত্ব আইনের সঙ্গে জড়িত ‘মিথ ও বাস্তবতা’। বৈঠক শেষে নৈশভোজের আয়োজনের কথাও উল্লেখ করা হয়েছে ঐ আমন্ত্রণপত্রে।
ভারতের কেন্দ্রীয় সরকারের মন্ত্রী পীযূষ গয়াল ও বিজেপির সহসভাপতি জয় পাণ্ডা বেশ কয়েকজন বলিউড তারকাকে মুম্বাইয়ের পাঁচতারকা হোটেল গ্র্যান্ড হায়াতে এই রুদ্ধদ্বার বৈঠকের জন্য আমন্ত্রণ জানিয়েছেন।
এনডিটিভির একটি প্রতিবেদনে বলা হয়েছে, নামপ্রকাশে অনিচ্ছুক একজন পরিচালক এবং শীর্ষস্থানীয় একজন অভিনেত্রী বৈঠকের আমন্ত্রণ পেয়েছেন। কিন্তু তাঁরা তাতে অংশ নিচ্ছেন না।
বলিউডের কোন কোন তারকাকে বৈঠকের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে তা জানা যায়নি। গোটা ভারতের মত সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে স্পষ্টতই দুই ভাগে বিভক্ত বলিউডের তারকারা। বেশ কয়েকজন শিল্পী দিল্লির জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ে নাগরিকত্ব আইন সংশোধনের প্রতিবাদ, বিক্ষোভ ও পুলিশি নির্যাতনের পর নিজেদের মতামত টুইটারে জানিয়েছেন। অভিনেতা অক্ষয় কুমার ও কঙ্গনা রানাওয়াত সমর্থন জানালেও প্রিয়াংকা চোপড়া, অনুরাগ কাশ্যপ, স্বরা ভাস্কর, রাজকুমার রাও, কঙ্কনা সেনশর্মা, সিদ্ধার্থের মতো তারকারা সরকারের সমালোচনা করেছেন।
এ বিষয় নিয়ে বলেছেন হৃতিক রোশন, ফারহান আখতার, পরিণীতি চোপড়া, সাঈফ আলি খান, শাবানা আজমির মত তারকারাও।
জামিয়া মিলিয়া ইসলামিয়ায় আয়োজিত জনসভায় অভিনেত্রী স্বরা ভাস্কর বলেছিলেন, ‘‘আমাদের ঘুম দেরিতে ভেঙেছে। কিন্তু এখন আমরা জেগে উঠেছি। তোমরা সারা দেশকে জাগিয়েছ। আমরা তোমাদের ধন্যবাদ জানাই।”
সংশোধিত নাগরিকত্ব আইনের পক্ষে জনসমর্থন পেতে তিন কোটি পরিবারের সঙ্গে যোগাযোগ করার পরিকল্পনা করা হয়েছে বলে গত মাসে জানায় বিজেপি। সেই পরিকল্পনারই একটি অংশ হিসেবে বলিউড তারকাদের বৈঠকে ডাকা।
সংশোধিত নাগরিকত্ব আইনের মাধ্যমে প্রথমবারের মত ভারতের নাগরিকত্বের পরীক্ষায় ধর্মকে আনা হয়েছে। নরেন্দ্র মোদী সরকার জানিয়েছে, এই আইন তৈরি হয়েছে ২০১৫ সালের আগে তিনটি মুসলিম অধ্যুষিত দেশ থেকে ভারতে পালিয়ে আসা ধর্মীয় নিপীড়নের শিকার অমুসলিম সংখ্যালঘুদের নাগরিকত্ব পেতে সাহায্য করার জন্য। আর সমালোচকদের দাবি, এই আইন তৈরি করা হয়েছে মুসলিমদের সঙ্গে বৈষম্য করার জন্য। এটি সংবিধানে বর্ণিত দেশের ধর্মনিরপেক্ষ ভাবমূর্তি নষ্ট করছে।
Comments