পাকিস্তানের মাটিতে টেস্ট খেলার কোনো প্রস্তাব দেয়নি বাংলাদেশ
বাংলাদেশের আসন্ন পাকিস্তান সফর নিয়ে ক্রমেই বাড়ছে অনিশ্চয়তা। কিছুদিন আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পাকিস্তানকে জানিয়ে দিয়েছে যে কেবল মাত্র তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলার জন্য মুশফিক-মাহমুদুল্লাহরা পাকিস্তান যেতে পারেন। এর মধ্যেই ভারতীয় মিডিয়ায় খবর প্রচার করা হয় যে, বাংলাদেশ পাকিস্তানের মাটিতে একটি টেস্ট খেলার প্রস্তাব দিয়েছে। কিন্তু এই খবরের সত্যতা নাকচ করে দিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী।
পাকিস্তান বোর্ডের বেনামি সূত্রের বরাত দিয়ে ভারতীয় একটি সংবাদসংস্থায় বলা হয়েছে যে, বাংলাদেশের পক্ষ থেকে আসন্ন সিরিজের দুই টেস্টের একটি পাকিস্তানে এবং অন্যটি ঢাকায় খেলার প্রস্তাব দেওয়া হয়েছে এবং এই প্রস্তাবও নাকচ করে দিয়েছে পাকিস্তান।
কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী রোববার সংবাদ মাধ্যমকে জানিয়ছেন, পাকিস্তান সফর নিয়ে বিসিবি আগের অবস্থানেই আছে। তিনি এ সময় পাকিস্তানে একটি টেস্ট খেলার প্রস্তাবের বিষয়ে যে সংবাদ প্রকাশিত হয়েছে, সে বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি, 'আমরা জানি না কে কী সংবাদ প্রচার করেছে। পাকিস্তান সফর নিয়ে বিসিবি এখনো আগের অবস্থানেই আছে। এর বাইরে আমরা কোনো সংবাদকে আমলে নিতে পারি না।'
এর আগে গত ২৬ ডিসেম্বর বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন সংবাদ মাধ্যমকে জানিয়েছিলেন যে, বাংলাদেশ শুধুমাত্র টি-টোয়েন্টি খেলার জন্যই পাকিস্তান সফরে যেতে পারে। এ সময় তিনি আরো বলেন, টি-টোয়েন্টি সিরিজ খেলার জন্যও সরকারের নিরাপত্তা বিষয়ক সম্মতি লাগবে। সেটা পাওয়ার পর বোর্ড খেলোয়াড় এবং কোচিং স্টাফদের সাথে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নিবে।
সে সময় পাপন বলেছিলেন, 'পাকিস্তান সফর নিয়ে বিভিন্ন দিক বিবেচনা করে সিদ্ধান্ত নিতে হচ্ছে। যেহেতু অনেক দিন আমরা পাকিস্তান সফরে যাইনি এবং সেখানকার নিরাপত্তা পরিস্থিতিও স্বাভাবিক নয়, সেহেতু সব পক্ষের সাথে আলোচনা করেই আমাদের সিদ্ধান্ত নিতে হবে। আপাতত মনে হয় না টেস্ট সিরিজ খেলতে আমরা পাকিস্তান যাবো।'
নাজমুল হাসানের এই মন্তব্যের পরপরই পাকিস্তান বোর্ডের চেয়ারম্যান এহসান মানি সংবাদ মাধ্যমে মন্তব্য করেন যে, পাকিস্তান এখন থেকে তাদের সব হোম সিরিজ দেশের মাটিতেই খেলবে। এ সময় নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করার বিষয়ে তিনি সংবাদ মাধ্যমকে বলেন, 'কেউ যদি পাকিস্তানের নিরাপত্তা প্রকাশ করেন, তাহলে এটা তাদেরই প্রমাণ করতে হবে।'
Comments