মার্কিন সেনা প্রত্যাহার চায় ইরাক
ইরাক থেকে মার্কিন সেনা সরিয়ে নেয়ার প্রস্তাবে সমর্থন জানিয়েছেন দেশটির পার্লামেন্ট সদস্যরা। আজ রোববার (৫ জানুয়ারি) এ বিষয়ক প্রস্তাবে সই করেন ১৭০ পার্লামেন্ট সদস্য।
মার্কিন বিমান হামলায় শুক্রবার (৩ ডিসেম্বর) ইরানের কুদস বাহিনীর প্রধান কাশেম সোলাইমানি নিহত হওয়ার দুদিন পরেই ইরাকের পার্লামেন্টে জরুরি অধিবেশন ডাকেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান আদেল আব্দুল মাহদি।
ইরাক থেকে সেনা প্রত্যাহারে যুক্তরাষ্ট্রকে প্রস্তাব দেয়ার পক্ষে ভোট নেয়া হয়। অধিবেশনে প্রস্তাব পাস হওয়ার জন্য ন্যূনতম ১৫০ ভোটের প্রয়োজন হয়। সেখানে মার্কিন সেনা প্রত্যাহার প্রস্তাবের পক্ষে ভোট পড়ে ১৭০টি।
সংসদের আইন বিষয়ক কমিটির প্রধান আমার আল শিবলি বলেন, “দায়েশ (ইসলামি স্টেট) কে পরাজিত করার পর মার্কিন সেনাদের এখন আর প্রয়োজন নেই। দেশ রক্ষায় আমাদের সশস্ত্রবাহিনী আছে।”
ইরাক থেকে মার্কিন সেনাদের সরিয়ে নেয়া দেশটির প্রতিটি নাগরিকের দাবি বলে মন্তব্য করেছে তেহরান টাইমস।
এখনো প্রায় পাঁচ হাজার মার্কিন সেনা ইরাকে আছে, যাদের বেশিভাগই পরামর্শমূলক কাজ করে থাকেন।
Comments