যেখানে সৌম্যর তৃপ্তি
ব্যাটিংটাই মূল কাজ। তবে বেশ কিছুদিন থেকেই বোলিংটা নিয়মিত করছেন সৌম্য সরকার। আর সাফল্যও পাচ্ছেন দারুণ। তাতে ভিন্ন তৃপ্তি মিলছে তার। ব্যাটে রান না পেলে বল করে ভালো কিছু করতে পারলে ক্ষতস্থানে কিছুটা প্রলেপ দেওয়ার সান্ত্বনা মিলে। সবমিলিয়ে তাই বোলিংটা দারুণ উপভোগ করছেন সৌম্য।
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের একাডেমী মাঠে সৌম্য এদিন অনুশীলনে এসে লম্বা সময় দিলেন বোলিংয়ে। তার ফাঁকেই বললেন, 'বোলিংটা উপভোগ করছি। সাধারণত শুধু ব্যাটিং করলে যদি ব্যাটিংটা খারাপ হয়, তাহলে মনে হয় আজকের দিনটাই খারাপ গেলো। কিন্তু বোলিংটা করলে একটা আশা থাকে। মনে হয় যে আরো ভালো কিছু করার সুযোগ আছে। ভালো কিছু করতে পারলে দিন শেষে একটা তৃপ্তি থাকে।'
তবে বোলিংটা নতুন কিছু নয় তার জন্য। বয়সভিত্তিক দল থেকেই নিয়মিত বল করতেন তিনি। বাংলাদেশ জাতীয় দলেও ঢুকেছেন অলরাউন্ডার হিসেবে। তবে লাল-সবুজ জার্সিতে সে অর্থে বোলিং করার সুযোগ মেলেনি তার। পুরাদস্তুর ব্যাটসম্যানই বনে যান। সাম্প্রতিক সময়ে আবার নিয়মিত বোলিংয়ে। আর বোলিং নিয়ে আলাদা করে কাজও করছেন এ তারকা।
ইংল্যান্ড বিশ্বকাপ থেকেই নিয়মিত বোলিং করছেন সৌম্য। সাম্প্রতিক সময়ে বোলারদের মধ্যে তার সফলতাও চোখে পড়ার মতো। এবারের বিপিএলে তো এখন পর্যন্ত অন্যতম সেরা বোলার তিনি। নয় ম্যাচে বোলিং করে উইকেট পেয়েছেন ১১টি। যদিও কিছুটা খরুচে থাকছেন। ওভার প্রতি রান দিয়েছেন প্রায় নয়ের মতো করে।
আর এমন বোলিংয়ে দারুণ তৃপ্ত ২৫ বছর বয়সী সৌম্য, 'বোলিং যেভাবে করছি, উইকেট পাচ্ছি; সব মিলিয়ে বোলিংটা উপভোগ করছি। ব্যাটসম্যান কী করতে পারে, তা চিন্তা করে বোলিং করার চেষ্টা করি।'
এবারের বিপিএলে অবশ্য ব্যাট হাতেও খুব খারাপ যাচ্ছে না সৌম্যর। নয় ম্যাচে করেছেন ২৪৬ রান। তবে ইনিংস লম্বা করতে পারছেন না। তাই কিছুটা আক্ষেপ ঝরে তার কণ্ঠে, 'ভালো না করতে পারার দায়ভার অবশ্যই আমার। সর্বশেষ দুইটা ম্যাচে ৫ ও ৬ করেছি, আমার আরো ভালো করা উচিত ছিলো। আমি কয়েকটি ম্যাচে ৩০ বা ৪০ করেছি। অথচ ওই ইনিংসগুলো আরো বড় করা উচিত ছিলো আমার।'
Comments