গেইলকে ভয় পাচ্ছেন না তাইজুল
বঙ্গবন্ধু বিপিএলে এবার চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে খেলতে এরমধ্যেই ঢাকায় পা রেখেছেন টি-টোয়েন্টি ফেরিওয়ালা হিসেবে খ্যাত ক্যারিবিয়ান দানব ক্রিস গেইল। আর নিজের প্রথম ম্যাচেই তাদের প্রতিপক্ষ রাজশাহী রয়্যালস। স্বাভাবিকভাবেই গেইলকে নিয়ে আলাদা পরিকল্পনা থাকার কথা রাজশাহীর। কিন্তু এ ক্যারিবিয়ান দানবকে ভয় পাওয়ার কিছু দেখছেন না দলের অন্যতম সেরা স্পিনার তাইজুল ইসলাম। মনে করিয়ে দিলেন শূন্য রানেও এ তারকা অনেকবারই আউট হয়েছেন।
সবচেয়ে বড় কথা সাম্প্রতিক সময়টা ভালো যাচ্ছে না গেইলের। ব্যাট হাতে রান নেই। সবশেষ দক্ষিণ আফ্রিকার ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট মযানজি সুপার লিগে টানা ব্যর্থতার পর তাকে আর দলে রাখার আগ্রহ দেখায়নি চ্যাম্পিয়ন দল জোজি স্টার্স। ব্যর্থতার ধাক্কা কাটাতে গত বছরের শেষ দিকে ক্রিকেট থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। জাতীয় দলের ডাকেও সাড়া দেননি।
এছাড়া গত বিপিএলের স্মৃতিও বেশ মলিন। তাই সবমিলিয়ে গেইলকে ভয় পাওয়ার কিছু দেখছেন না তাইজুল, 'গেইল এসেই প্রতি ম্যাচে সেঞ্চুরি করবে তা তো না। গেইল শূন্য রানেও আউট হয়েছে।'
তবে গেইল যেদিন দাঁড়িয়ে যান সেদিন যে কোন দলকে একাই ধসিয়ে দিতে পারেন তা খুব ভালো করেই জানেন তাইজুল, 'সে বড় প্লেয়ার তাঁকে সম্মান করা উচিত। সে যদি দাঁড়িয়ে যায় খেলাটা অন্যরকম হতে পারে। সে যদি তাড়াতারি আউট হয়ে যায় ভিন্ন খেলা হতে পারে।'
বিপিএলে সবচেয়ে সফল বিদেশি খেলোয়াড় গেইল। মাত্র ৩৮ ম্যাচে ৪১.৮১ গড়ে করেছেন ১৩৩৮ রান। আসরে সর্বোচ্চ পাঁচটি সেঞ্চুরিও এসেছে তার ব্যাট থেকে। ছক্কা মেরেছেন মোট ১২০টি। শুধু যে বিপিএল তাও নয়, টি-টোয়েন্টি সংস্করণের সর্বোচ্চ রানের অধিকারীও তিনি। ২২টি সেঞ্চুরিতে করেছেন মোট ১৩১৫২ রান।
Comments