ফরেনসিক পরীক্ষায় মিলেছে ধর্ষণের আলামত
ফরেনসিক পরীক্ষায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে ধর্ষণের আলামত পাওয়া গেছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক বি. জে. একেএম নাসির উদ্দিন দ্য ডেইলি স্টারকে এই তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ফরেনসিক পরীক্ষায় ওই শিক্ষার্থীর গলায় আঙুলের দাগ পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, তার শ্বাসরোধ করার চেষ্টা হয়েছে। হাতে ও পায়ে আঘাতের চিহ্ন রয়েছে। ঝোপের মধ্যে ধর্ষণের কারণে এই দাগ হতে পারে।
গতকাল রোববার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের বাসে করে বান্ধবীর বাসায় যেতে গিয়ে ধর্ষণের শিকার হন ওই ছাত্রী। পরে মধ্যরাতের দিকে ওই শিক্ষার্থীর সহপাঠী ও বিশ্ববিদ্যালয়ের কয়েকজন কর্মচারী তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
আরও পড়ুন:
ঢাবি শিক্ষার্থী ধর্ষণের ঘটনায় মামলা, চিকিৎসায় মেডিকেল বোর্ড
ক্ষোভে উত্তাল ঢাবি, শাহবাগ অবরোধ
Comments