ইরান কখনোই পারমাণবিক অস্ত্র বানাতে পারবে না: ট্রাম্প

Donald Trump
ডোনাল্ড ট্রাম্প। ছবি: এএফপি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, পারমাণবিক অস্ত্র তৈরির অনুমতি ইরান কোনোদিন পাবে না। আজ সোমবার (৬ জানুয়ারি) এক টুইটে একথা জানান তিনি।

পারমাণবিক চুক্তি থেকে ইরানের সরে যাওয়ার ঘোষণার একদিন পর এই টুইট করলেন মার্কিন প্রেসিডেন্ট।

২০১৫ সালে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সময়ে হওয়া হওয়া ওই চুক্তি থেকে ২০১৮ সালে সরে যান বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বাগদাদে মার্কিন ড্রোন হামলায় কাশেম সোলাইমানি নিহত হওয়ার পর ছয় দেশের সঙ্গে করা পারমাণবিক চুক্তি থেকে বের হয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ইরান সরকার। রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচার করা এক বিবৃতিতে বলা হয়, ইউরেনিয়ান সমৃদ্ধকরণের যে সীমারেখার কথা চুক্তিতে উল্লেখ রয়েছে তা আর মানবে না ইরান।

Comments

The Daily Star  | English

EC suspends registration of AL

The decision was taken at a meeting held at the EC secretariat

9m ago