জেএনইউতে হামলা

‘মুখোশপরা একদল লোক হোস্টেলে ঢুকে লোহার রড দিয়ে পেটায়’

“মুখোশপরা একদল লোক বিশ্ববিদ্যালয়ের শবরমতি হোস্টেলে ঢুকে পড়ে। লোহার রড দিয়ে পেটানো হয়। বারবার চিৎকার করে নিজেকে দৃষ্টিপ্রতিবন্ধী বলার পরও ছাড় মেলেনি”, বলেন জওয়াহারলাল নেহরু বিশ্ববিদ্যালয় (জেএনইউ) এর পিএইচডি শিক্ষার্থী সূর্য প্রকাশ।
দিল্লির জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ওপর সন্ত্রাসীদের হামলা। ছবি: এনডিটিভি

“মুখোশপরা একদল লোক বিশ্ববিদ্যালয়ের শবরমতি হোস্টেলে ঢুকে পড়ে। লোহার রড দিয়ে পেটানো হয়। বারবার চিৎকার করে নিজেকে দৃষ্টিপ্রতিবন্ধী বলার পরও ছাড় মেলেনি”, বলেন জওয়াহারলাল নেহরু বিশ্ববিদ্যালয় (জেএনইউ) এর পিএইচডি শিক্ষার্থী সূর্য প্রকাশ।

রোববার রাতে ভারতের নয়া দিল্লিতে স্বনামধন্য এই বিশ্ববিদ্যালয়ে হামলায় যে ২৬ শিক্ষার্থী ও শিক্ষক আহত হয়েছেন প্রকাশ তাদের একজন।

আহত প্রকাশকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান অন্যান্য শিক্ষার্থীরা। তবে এখনও ভয় পিছু ছাড়ছে না তার। সংবাদ মাধ্যম আল জাজিরাকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, “রাতে ঘুমাতে পারিনি, বার বার মনে হচ্ছিল ওরা যদি আবার ফিরে আসে”।

প্রকাশ জানান, হামলার বিষয়ে মুখ খোলায় ফোনে হুমকি ধামকি দেয়া হচ্ছে তাকে। “তবে আমি চুপ থাকব না, এখানে যে কেউ নিরাপদে নেই সেটি সবাইকে বুঝতে হবে,” বলেন প্রকাশ। 

হামলার ঘটনায় ক্ষোভে উত্তাল ভারতের শিক্ষাঙ্গন। আজ সোমবার (৬ জানুয়ারি) হামলার নিন্দা জানিয়ে বিক্ষোভ করেছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বেশকিছু ভিডিওতে দেখা যায়, মুখোশ পরা একদল লোক হোস্টেলের ভিতরে ঘুরে বেড়াচ্ছে, লোহার রড ও হাতুড়ি দিয়ে শিক্ষক-শিক্ষার্থীদের ওপর হামলা চালাচ্ছে এবং ভাঙচুর করছে।

সহিংস পরিস্থিতি

গত কয়েক মাস ধরেই বিশ্ববিদ্যালয় ফি বাড়ানোর বিরুদ্ধে আন্দোলন করছিলেন জেএনইউ এর শিক্ষক-শিক্ষার্থীরা। তাদের দাবি, এতে ক্ষতির মুখে পড়বে বিশ্ববিদ্যালয়ের দরিদ্র শিক্ষার্থীরা।

রোববার এনিয়ে দ্বন্দ্বে জড়ায় বামপন্থী সংগঠনের শিক্ষার্থীদের সঙ্গে বিজেপির ছাত্রশাখা অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি)।

প্রত্যক্ষদর্শীরা বলছেন, রোববার রাতে এবিভিপির কর্মীরাই হামলা চালায়। যদিও এই অভিযোগ নাকচ করেছে এবিভিপি।

ভাঙচুর ও সংঘর্ষের ঘটনায় পুলিশের পক্ষ থেকে অজ্ঞাতনামাদের বিরুদ্ধে একটি মামলা করা হয়েছে। বার্তা সংস্থা রয়টার্সকে দিল্লি পুলিশ কর্মকর্তা দেবেন্দ্র আর্য জানিয়েছেন, এ ঘটনার তদন্ত করছেন তারা। এজন্য সিসিটিভি ফুটেজের সাহায্য নেওয়া হচ্ছে।

তবে হামলার সময় পুলিশ উপস্থিত থেকেও ব্যবস্থা নেয়নি বলে ক্ষোভ জানিয়েছে শিক্ষার্থীরা। এ ঘটনায় পুলিশের যোগশাজস আছে বলেও মনে করছেন অনেকে।

আজ (৬ জানুয়ারি) সংবাদ সম্মেলনে জেএনইউর শিক্ষক সমিতি হামলার ঘটনায় যথাযথ দায়িত্ব পালন না করার অভিযোগে উপাচার্যকে সরিয়ে দেয়ার দাবি জানিয়েছে।

Comments

The Daily Star  | English

WB agrees to provide budget support to Bangladesh, says Salehuddin

The WB has agreed to provide budget support to Bangladesh to address its economic challenges, largely stemming from declining foreign exchange reserves, Finance and Commerce Adviser Salehuddin Ahmed said today.

2h ago