ইভিএম থেকে সরে আসার সুযোগ নেই: সিইসি
ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারের সিদ্ধান্ত থেকে সরে আসতে বিএনপির আহ্বানের প্রেক্ষিতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) নূরুল হুদা বলেছেন, এই পরিকল্পনা থেকে সরে আসার আর কোনো সুযোগ নেই।
সিইসি বলেন, ইভিএম কোনো অনলাইন ব্যবস্থা নয়। এই যন্ত্র হ্যাক করা সম্ভব নয়। এতে ভোট দিতে কোনো ধরনের অস্বস্তিতে পড়তে হবে না ভোটারদের।
আজ সোমবার সন্ধ্যায় ঢাকার আগারগাঁওয়ে নিজের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন সিইসি।
ঢাকার দুই সিটি নির্বাচনে ইভিএম ব্যবহারের সিদ্ধান্তের সমালোচনা করে গতকাল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রোববার বলেছিলেন, প্রোগ্রামিংয়ে কারসাজি করে নির্বাচন পরিচালনার সঙ্গে সম্পৃক্তদের বিশেষ দলের পক্ষে ফলাফল পাইয়ে দেয়ার সুযোগসহ নানা নেতিবাচক অভিজ্ঞতার কারণে সারা পৃথিবীতে নির্বাচন সংশ্লিষ্ট সব পক্ষই ইভিএম ব্যবহারের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিয়েছেন।
ফখরুলের অভিযোগ, “সারা পৃথিবীতে প্রত্যাখ্যাত ইভিএম ঢাকা সিটি নির্বাচনের সকল কেন্দ্রে ব্যবহারের একতরফা ব্যবস্থা নিয়ে ডিজিটাল কারচুপির এক নতুন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে নির্বাচন কমিশন।”
এসব অভিযোগের ব্যাপারে জানতে চাইলে সিইসি বলেন, এই যন্ত্রে সংসদ নির্বাচন, সিটি নির্বাচন ও স্থানীয় সরকার নির্বাচন হয়েছে। ইভিএমের বিরুদ্ধে ভোটার বা প্রার্থী কারও কোনো অভিযোগ নেই।
Comments