মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি সারওয়ার আলীকে হত্যার চেষ্টা, আহত ৫

মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি ড. সারওয়ার আলীকে হত্যার উদ্দেশ্যে দুই দুষ্কৃতিকারী তার উত্তরার বাসভবনে ঢুকে পড়েছিলো।
Dr Sarwar Ali
মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি ড. সারওয়ার আলী। ছবি: প্রথম আলো থেকে নেওয়া

মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি ড. সারওয়ার আলীকে হত্যার উদ্দেশ্যে দুই দুষ্কৃতিকারী তার উত্তরার বাসভবনে ঢুকে পড়েছিলো।

গত ৫ জানুয়ারি রাত ১০টা ২০ মিনিটের দিকে এই ঘটনা ঘটে।

সারওয়ার আলীকে তারা আঘাত করতে না পারলেও এ ঘটনায় আহত হয়েছেন তার স্ত্রী কমিউনিটি ক্লিনিকের সাবেক প্রকল্প পরিচালক মাখদুমা নার্গিস, তাদের মেয়ে সায়মা আলী ও জামাতা হুমায়ুন কবির। এছাড়াও, তাদের বাঁচাতে এগিয়ে আসা দুই প্রতিবেশীকেও ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা।

হত্যাচেষ্টার ঘটনায় দুজনের নাম উল্লেখ করে অজ্ঞাত-পরিচয় চার–পাঁচজনকে আসামি করে রাজধানীর উত্তরা পশ্চিম থানায় গতকাল (৬ জানুয়ারি) সন্ধ্যায় মামলা করেছেন সারওয়ার আলী।

এটিকে জঙ্গি হামলা হিসেবে উল্লেখ করে সারওয়ার আলী বলেন, “তারা আমাকে খুঁজছিলো। আমার সম্পর্কে জানতে চাচ্ছিলো।”

পুলিশ বলছে, পুরো ঘটনাটি গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা হচ্ছে। বাড়ির দারোয়ান হাসানকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ চলছে বলেও জানিয়েছেন তারা।

ঘটনাস্থল থেকে দুষ্কৃতিকারীদের ফেলে যাওয়া একটি স্কুলব্যাগ পেয়েছে পুলিশ। সেই ব্যাগের ভেতরে সাতটি চাপাতি, একটি মোবাইল সেট এবং একটি বৈদ্যুতিক ওয়াটার হিটার ছিলো।

উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আবুল কালাম বলেন, “আমরা ঘটনাটি জানার সঙ্গে সঙ্গেই সেখানে ছুটে যাই।”

Comments

The Daily Star  | English

Police see dead man running

Prisoners, migrants, even the deceased get implicated in cases

1h ago