শিক্ষার্থী ধর্ষণের প্রতিবাদে ঢাবি শিক্ষক সমিতির মানববন্ধন ৮ জানুয়ারি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ধর্ষণের প্রতিবাদে আগামী ৮ জানুয়ারি মানববন্ধন করবে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।
আজ (৭ জানুয়ারি) শিক্ষক সমিতির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঘটনার প্রতিবাদ ও অপরাধীদের শাস্তির দাবিতে আগামীকাল সকাল ১১টায় অপরাজেয় বাংলার পাদদেশে মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সমিতির সভাপতি অধ্যাপক মাকসুদ কামালের সভাপতিত্বে এক জরুরি সভায় এমন বর্বরোচিত হামলার ঘটনায় অপরাধীদের দ্রুততম সময়ে গ্রেপ্তার ও তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার মধ্য দিয়ে ন্যায়বিচার নিশ্চিত করার জন্যে সরকারের কাছে দাবি জানানো হয়েছে।
এছাড়াও, ধর্ষণ বন্ধ করতে সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানানো হয়।
Comments