এক বছরে হত্যা, অপঘাতে ৯৮৬ শিশুর মৃত্যু
সহিংসতা ও দুর্ঘটনায় ২০১৯ সালে সারাদেশে ৯৮৬ শিশু নিহত হয়েছে বলে জানিয়েছে মানুষের জন্য ফাউন্ডেশন।
সংস্থাটি তার প্রতিবেদনে বলেছে, নিহত শিশুদের মধ্যে ৫৫৩ জনের মৃত্যু হয়েছে সড়ক দুর্ঘটনায়। এছাড়াও ডুবে মারা গেছে ২৫২ ও হত্যা, নিপীড়ন ও ধর্ষণের মতো ঘটনায় আরও ৩৬১ শিশুর মৃত্যু হয়েছে।
প্রতিবেদন প্রকাশ উপলক্ষে ঢাকায় জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এসব তথ্য তুলে ধরা হয় সংস্থাটির পক্ষ থেকে। ২০১৯ সালের জানুয়ারি থেকে ডিসেম্বরের মধ্যে আটটি জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত তথ্য থেকে এই প্রতিবেদন তৈরি করা হয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়, শিশুদের নিয়ে ইতিবাচক খবরের সংখ্যা গত বছর তুলনামূলকভাবে কম ছিল।
সংবাদ সম্মেলনে মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম জানান, শিশুদের নিয়ে সহিংস ঘটনা ক্রমান্বয়ে বাড়ছে। এই পরিস্থিতিকে আশঙ্কাজনক হিসেবে উল্লেখ করে তিনি আরও জানান, বিচার প্রক্রিয়ায় দীর্ঘসূচিতার কারণে এমনটা হচ্ছে।
“একটার পর একটা ঘটনা ঘটছে, কিন্তু কোনো প্রতিকার হচ্ছে না। তাই ঘাতকরাও মনে কছে তাদের বিচারের সম্মুখীন হতে হবে না,” বলেন শাহীন আনাম।
Comments