জেএনইউতে হামলার প্রতিবাদে সরকারি প্যানেল থেকে শিক্ষকের পদত্যাগ
ভারতের দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে (জেএনইউ) মুখোশধারীদের হামলার ঘটনায় সরকারের একটি কমিটি থেকে পদত্যাগ করেছেন বিশ্ববিদ্যালয়টির অধ্যাপক সিপি চন্দ্রশেখর।
আজ (৭ জানুয়ারি) ভারত সরকারের অর্থনৈতিক তথ্য পর্যালোচনা প্যানেল থেকে তিনি নিজের নাম প্রত্যাহার করে নেন।
গত ৫ জানুয়ারি জেএনইউ ক্যাম্পাসে মুখোশধারীরা লোহার রড নিয়ে শিক্ষক-শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। এতে আহত হন অন্তত ২৬ জন।
অধ্যাপক চন্দ্রশেখর বলেন, “বিশ্ববিদ্যালয়ের যে পরিস্থিতি তাতে কমিটির সভায় যোগ দেওয়া সম্ভব নয়।” বর্তমান পরিস্থিতিতে দেশের পরিসংখ্যান ব্যবস্থার ক্ষুণ্ণ হওয়া বিশ্বাসযোগ্যতা ফিরিয়ে আনার কোনো সম্ভাবনা নেই বলে পদত্যাগপত্রে মন্তব্য করেছেন চন্দ্রশেখর।
এনডিটিভিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, “নানান দেশবিরোধী ঘটনা ঘটিয়ে সেগুলোকেই সত্য হিসেবে প্রতিষ্ঠা করার চেষ্টা চলছে।”
Comments