বিপিএলেও একাদশে ঠাই হলো না সাব্বিরের

Sabbir Rahman
ছবি: ফিরোজ আহমেদ

ব্যাটে রান নেই। সঙ্গে নানা আপত্তিকর কাণ্ড। মাঠে ও মাঠের বাইরে দুই দিকেই নানা কর্মকাণ্ডে নিষেধাজ্ঞায় পড়েছেন কয়েক দফা। গুনেছেন মোটা অঙ্কের জরিমানা। তবুও জাতীয় দলের আশেপাশেই ছিলেন। কিন্তু গত বিশ্বকাপের পর থেকে সেটাও বদলে গেছে। সে ধারায় এবার বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) থেকেও বাদ পড়লেন সাব্বির রহমান। টানা বাজে পারফরম্যান্সের কারণেই মঙ্গলবার সিলেট থান্ডারের বিপক্ষে নেওয়া হয়নি কুমিল্লা ওয়ারিয়র্সের এ ব্যাটসম্যানকে।

অথচ বাংলাদেশের টি-টোয়েন্টি স্পেশালিষ্টই ভাবা হয় তাকে। দারুণ ভয়ডরহীন ক্রিকেট খেলতে পারেন তিনি। আগ্রাসী ব্যাটিংয়ে ম্যাচের পরিস্থিতি বদলে দেওয়ার ক্ষমতাও রয়েছে। তবে সাম্প্রতিক সময়ে যেন কোথায় যেন বড় একটা কিছুর অভাব তার ব্যাটিংয়ে। আগের সেই ছন্দ হারিয়েছেন। ব্যাটিংয়ের সময়েও দেখা যায়না আত্মবিশ্বাসের ছাপ। তাই এবার ঘরোয়া ক্রিকেটেও একাদশে জায়গা হয় না তার।

এদিন সিলেটের একাদশে তার নাম দেখার পর ভাবা হয়েছিল ইনজুরিতে পড়েছেন কিংবা বিশ্রাম দেওয়া হয়েছে তাকে। তবে তিনি যে বাদ পড়েছেন তা সংবাদ সম্মেলনে অধিনায়ক ডেভিড মালান, 'আমি আজকে সকালে কোচ এবং নান্নুর সঙ্গে কথা বলছিলাম। তারা ভাবছেন সে ভালো খেলছে না। তাই তারা সিদ্ধান্ত নিয়েছে তাকে বাদ দেওয়ার। আপনারা জানেন তার মতো ভালো খেলোয়াড়কে বাদ দেওয়া বেশ কঠিন। আমি তার সঙ্গে এবং তার বিপক্ষে খেলেছি, তাই আমি জানি সে বাংলাদেশের অন্যতম সেরা খেলোয়াড়। অবশ্যই আমি চাইব সে যাতে কোনভাবে ফিরে আসে এবং খেলে।'

তবে ক্রিকেটে এটাকে খুব স্বাভাবিক বলে জানালেন মালান। নিজের অভিজ্ঞতা জানিয়ে বললেন, ''আমরা যারা বিদেশ থেকে আসি তারা চারটি ম্যাচ খেলি এবং তিনটি ম্যাচে বাদ পড়ে এবং পরে আবার দুটি ম্যাচ খেলি। আমরা এ সবে মানিয়ে নিয়েছি। তবে স্থানীয় খেলোয়াড়দের জন্য এটা খুবই কঠিন একটি সময়, কারণ সে খুব ভালো একজন খেলোয়াড়। আশাকরি সে এ থেকে আরও ভালো খেলোয়াড় হয়ে আসবে। এবং তার ভুল থেকে শিক্ষা নিবে। সে যে খুব খারাপ করছে তা নয়, তবে ইনিংস লম্বা করার ক্ষেত্রে সংগ্রাম করছে। এটা হয়, আপনারা জানেন, গত বছর এ সময়ে আমি রান করতে পারছিলাম না। এটাই ক্রিকেটের নিয়ম।'

চলতি বিপিএলে এখন পর্যন্ত নয় ম্যাচ খেলেছেন সাব্বির। তাতে মোট ১৪২ রান করেছেন তিনি। একটি ম্যাচে ফিফটির কাছাকাছি গিয়েছিলেন। অন্যথায় পুরোপুরি ব্যর্থই হয়েছেন তিনি। তবে বিপিএলে সেঞ্চুরিও রয়েছে তার। চলতি মৌসুমের আগে ৬৬ ইনিংসে ১২৯৭ রান করেছেন বিপিএলে।

Comments

The Daily Star  | English

Bangladesh women retain SAFF glory

Bangladesh retained the title of SAFF Women's Championship with a 2-1 win against Nepal in an entertaining final at the Dasharath Stadium in Kathmandu today. 

14m ago