ধর্ষক গ্রেপ্তার, শনাক্ত করেছেন ঢাবি শিক্ষার্থী: র্যাব
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) হাতে গ্রেপ্তারকৃতই ধর্ষক, শনাক্ত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভুক্তভোগী শিক্ষার্থী।
র্যাব সূত্র বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছে।
র্যাব জানায়, গ্রেপ্তার করা ব্যক্তির ছবি ধর্ষণের শিকার শিক্ষার্থীকে দেখানো হয়েছে। তিনি তাকে ধর্ষক বলে শনাক্ত করেছেন।
র্যাব সূত্র আরও জানায়, গ্রেপ্তারকৃতের কাছ থেকে ওই শিক্ষার্থীর ব্যবহৃত মোবাইল ফোন ও অন্যান্য সামগ্রী উদ্ধার করা হয়েছে।
এর আগে, র্যাবের গণমাধ্যম শাখার পরিচালক লে. কর্নেল সারোয়ার বিন-কাশেম জানান, গতকাল রাতভর অভিযানের পর ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
তিনি আরও জানান, আজ (৮ জানুয়ারি) দুপুর দেড়টায় রাজধানীর কারওয়ানবাজারে র্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।
আরও পড়ুন:
ধর্ষকের ফাঁসির দাবিতে ঢাবিতে বিক্ষোভ-সমাবেশ
বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: নুর
কুর্মিটোলা থেকে যেসব আলামত জব্দ করেছে পুলিশ
শিক্ষার্থী ধর্ষণের প্রতিবাদে ঢাবি শিক্ষক সমিতির মানববন্ধন ৮ জানুয়ারি
অবরোধ প্রত্যাহার, ধর্ষককে গ্রেপ্তারে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম
ঢাবি শিক্ষার্থী ধর্ষণের ঘটনায় মামলা, চিকিৎসায় মেডিকেল বোর্ড
Comments