আন্দোলনরতদের পাশে দীপিকা পাড়ুকোন

বলিউড তারকারা বিজেপি সরকারের ডাকে সারা দেননি, এমন সংবাদের মাঝে অন্যতম শীর্ষ তারকা দীপিকা পাড়ুকোন আন্দোলনরত আহত জেএনইউ শিক্ষার্থীদের পাশে দাঁড়ালেন। নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে অবস্থান নিলেন।
Deepika-1.jpg
জেএনইউয়ে গিয়ে আহত ছাত্র নেতা ঐশী ঘোষের সঙ্গে দেখা করেছেন দীপিকা পাড়ুকোন। ছবি: টুইটার থেকে নেওয়া

বলিউড তারকারা বিজেপি সরকারের ডাকে সারা দেননি, এমন সংবাদের মাঝে অন্যতম শীর্ষ তারকা দীপিকা পাড়ুকোন আন্দোলনরত আহত জেএনইউ শিক্ষার্থীদের পাশে দাঁড়ালেন। নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে অবস্থান নিলেন।

এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে দীপিকা বলেছেন, “আমি গর্ববোধ করি যে, আমরা নিজেদের প্রকাশ করতে ভয় পাই না। এটা ভালো যে আমরা আমাদের দেশ এবং ভবিষ্যতের কথা ভাবছি। আমাদের দৃষ্টিভঙ্গি যাই হোক না কেনো, দেখে ভালো লাগছে যে মানুষ তাদের মতামত জানাতে রাস্তায় নেমে আসছেন।”

চেন্নাই এক্সপ্রেস তারকা আরও বলেন, “সমাজ ও জীবনে পরিবর্তন দেখতে চাইলে মানুষের মতামত প্রকাশ করা অপরিহার্য হয়ে পড়ে।”

Deepika-22.jpg
আন্দোলনরতদের মাঝে দীপিকা। ছবি: টুইটার থেকে নেওয়া

দীপিকা পাড়ুকোন জেএনইউয়ে গিয়ে আহত ছাত্র নেতা ঐশী ঘোষের সঙ্গে দেখা করেছেন। কয়েকদিন আগে জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ে হামলাকারীরা লাঠি ও লোহার রড দিয়ে নির্মম তাণ্ডব চালালে ৩০ জনেরও বেশি শিক্ষার্থী আহত হন।

এই ইস্যুতে নির্দিষ্ট অবস্থান নেওয়ায় এরইমধ্যে দীপিকার পরবর্তী ছবি ‘ছপাক’ বয়কট করার আহ্বান জানিয়েছেন অনেকেই।

গতকাল (৭ জানুয়ারি) সন্ধ্যা থেকে একটি হ্যাশট্যাগও টুইটারে ট্রেন্ডিং হয়ে ওঠে। যা প্রকাশ করছে, শুভাকাঙ্ক্ষীদের একটি বড় অংশ রয়েছে এই অভিনেত্রীর পাশে।

এর আগে, অভিনেত্রী স্বরা ভাস্কর এবং পরিচালক অনুরাগ কাশ্যপ, সোনাম কাপুর, তাপসী পান্নু, প্রিয়াঙ্কা চোপড়াসহ আরও অনেক বলিউড তারকা জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে হামলার নিন্দা করেছেন।

Comments

The Daily Star  | English

USAID to provide $202 million in grant to Bangladesh

The United States Agency for International Development (USAID) will provide $202.25 million in aid to Bangladesh as part of the Development Objective Grant Agreement

28m ago