ক্ষেপণাস্ত্র হামলায় ৮০ জনেরও বেশি মার্কিন সেনা নিহত, দাবি ইরানের

ইরাকে যুক্তরাষ্ট্রের দুটি সেনাঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলায় ৮০ জনেরও বেশি মার্কিন সেনা নিহত হয়েছেন বলে দাবি করেছে ইরান।

তেহরান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের অভিজাত বাহিনী ইসলামী রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে এ খবর নিশ্চিত করেছে রাষ্ট্রীয় ব্রডকাস্টার আইআরআইবি।

আইআরজিসি ঘনিষ্ঠ ওই সূত্র বলছে, “ঘটনাস্থল থেকে বিশ্বস্ত সূত্রে পাওয়া তথ্যে জানা গেছে, ক্ষেপণাস্ত্র হামলায় দুটি ঘাঁটিতে অবস্থান করা অন্তত ৮০ জন মার্কিন সেনার মৃত্যু হয়েছে। এছাড়া আহত হয়েছেন আরও অন্তত ২০০ জন। তাৎক্ষণিকভাবে হেলিকপ্টারে করে তাদের অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে।”

“আইন আল-আসাদ সেনাঘাঁটিটি কৌশলগতভাবে যুক্তরাষ্ট্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেখান থেকে ড্রোন উড্ডয়ন করা হয়”, যোগ করেছে সূত্র।

ঘাঁটিটির ২০টিরও বেশি স্পর্শকাতর স্থানে আঘাত হেনেছে ইরানের ক্ষেপণাস্ত্র। এতে বেশ কিছু ড্রোন ও হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে বলেও জানানো হয়েছে।

সূত্র বলছে, “যুক্তরাষ্ট্র সর্বোচ্চ সতর্কতায় থাকা সত্ত্বেও, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এক্ষেত্রে কেনো প্রতিরোধই গড়ে তুলতে পারেনি।”

এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের স্বার্থ সংশ্লিষ্ট মোট ১০৪টি স্থানকে নিশানা করা হয়েছে। ইরানের ওপর মার্কিন বাহিনীর যেকোনো ধরণের আক্রমণ হলেই সেগুলোতে হামলা চালানো হবে বলেও জানিয়েছে সূত্র।

আরও পড়ুন:

মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলার পর যা বললো ইরান

মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, উপসাগরীয় অঞ্চলে উড়োজাহাজ চলাচল নিষিদ্ধ

১৮০ জন যাত্রী নিয়ে ইউক্রেনের উড়োজাহাজ তেহরানে বিধ্বস্ত

সোলাইমানির দাফনে পদদলিত হয়ে ৩৫ জনের মৃত্যু

পেন্টাগন-ট্রাম্প পরস্পরবিরোধী বক্তব্য

ইরানের সাংস্কৃতিক স্থাপনায় হামলার হুমকিতে অনড় ট্রাম্প

সেনা প্রত্যাহারের চিঠি ‘ভুল’ ইরাক ছাড়ার পরিকল্পনা নেই: পেন্টাগন প্রধান

ইরান কখনোই পারমাণবিক অস্ত্র বানাতে পারবে না: ট্রাম্প

৭০ ডলার ছাড়িয়েছে প্রতি ব্যারেল তেল

Comments

The Daily Star  | English

Modi gives forces ‘operational freedom’

Vows ‘crushing blow to terrorism’ after meeting top security brass; Pak FM fears ‘imminent incursion’

50m ago