জীবনের মূল্য যেখানে মূল্যহীন!
এ দৃশ্য নতুন কিছু নয়। নগর ঢাকার প্রতিদিনের চিত্র। কেউ আইন মানে না, কেউ কাউকে আইন মানতে বাধ্য করে না। লাল বাতিতে গাড়ি চলে, সবুজ বাতিতে থেমে থাকে।

ছবি: পলাশ খান, খামারবাড়ি, ৮ জানুয়ারি ২০২০
এ দৃশ্য নতুন কিছু নয়। নগর ঢাকার প্রতিদিনের চিত্র। কেউ আইন মানে না, কেউ কাউকে আইন মানতে বাধ্য করে না। লাল বাতিতে গাড়ি চলে, সবুজ বাতিতে থেমে থাকে।
এই নগরে পেঁয়াজ থেকে শুরু করে সবকিছু মূল্যবান। মানুষের জীবনের মূল্যই শুধু মূল্যহীন!
Comments