শিমলা-মানালিতে বরফে রাস্তা বন্ধ
তুষারপাতে ভারতের হিমাচল প্রদেশের শিমলা ও মানালির প্রায় ২৫০টি রাস্তা বন্ধ হয়ে গেছে। পর্যটকদের যেতে নিরুৎসাহিত করছেন হিমাচল প্রদেশ পুলিশ।
সম্প্রতি, সামাজিক যোগাযোগ মাধ্যমে তুষারপাতের ছবি ও ভিডিও পোস্ট করছে পুলিশ। সেখানে রাস্তার বরফের আস্তর দেখা যাচ্ছে। পথ খুবই পিচ্ছিল হয়ে ওঠায় নিরাপত্তার স্বার্থে যারা সেখানে আছেন তাদের বিকাল ৫টার মধ্যে হোটেলে ফিরতে অনুরোধ করা হয়েছে।
গত ৭ জানুয়ারি শিমলার নারকান্দায় তুষারপাতে আটক এক পর্যটক পরিবারকে উদ্ধার করেছে পুলিশ। মানালিতেও পর্যটকদের নির্দিষ্ট এলাকার বাইরে যেতে নিষেধ করা হয়েছে।
গত ২৪ ঘণ্টায় শিমলায় ২২ সেন্টিমিটার, ডালহৌসিতে ৩৫ সেন্টিমিটার আর মানালিতে ২০ সেন্টিমিটার তুষারপাত হয়েছে।
Comments