চার দিনের টেস্টের পক্ষে নন গেইল

ক্রিকেট বিশ্বে এ মুহূর্তে সবচেয়ে আলোচিত বিষয় চার দিনের টেস্ট। ক্রিকেটের ঐতিহ্যবাহী এ সংস্করণকে একদিন কমিয়ে আনার পক্ষে আইসিসি। তবে এর বিপক্ষেই অবস্থান নিয়েছেন প্রায় সকল সাবেক ও বর্তমান ক্রিকেটাররা। এবার তাদের সঙ্গে যোগ দিলেন টি-টোয়েন্টির ফেরিওয়ালা হিসেবে পরিচিত ক্রিস গেইল। চার দিনের টেস্টের পক্ষে নন বলেই জানিয়ে দিলেন এ ক্যারিবিয়ান।
ছবি: ফিরোজ আহমেদ

ক্রিকেট বিশ্বে এ মুহূর্তে সবচেয়ে আলোচিত বিষয় চার দিনের টেস্ট। ক্রিকেটের ঐতিহ্যবাহী এ সংস্করণকে একদিন কমিয়ে আনার পক্ষে আইসিসি। তবে এর বিপক্ষেই অবস্থান নিয়েছেন প্রায় সকল সাবেক ও বর্তমান ক্রিকেটাররা। এবার তাদের সঙ্গে যোগ দিলেন টি-টোয়েন্টির ফেরিওয়ালা হিসেবে পরিচিত ক্রিস গেইল। চার দিনের টেস্টের পক্ষে নন বলেই জানিয়ে দিলেন এ ক্যারিবিয়ান।

বিপিএল খেলতে এসে চার দিনের টেস্ট প্রসঙ্গে নিজের ভাবনার কথা জানালেন গেইল। সরাসরি নতুন এ ভাবনার বিপক্ষে অবস্থান নিচ্ছেন এ তারকা, 'আমি এটার প্রতি আগ্রহী নই। আমি ১০০ টেস্ট খেলেছি, কিছু তিন দিনে শেষ হয়েছে, কিছু চারদিনে। কিন্তু পাঁচদিনের টেস্টই হচ্ছে মৌলিক বিষয় এবং চারদিনের টেস্ট হলে আমি সেটার প্রতি তেমন উৎসাহী হব না।'

নিজের এ মন্তব্যের পক্ষে যুক্তিও দিয়েছেন এ ক্যারিবিয়ান, '(পাঁচ দিনের টেস্টের) একটা ঐতিহ্য তৈরি হয়েছে এবং দীর্ঘ সময় ধরে এটা চলছে। এখন কেন এটা নিয়ে একটা বিশৃঙ্খলা তৈরি করা হচ্ছে? যদি তারা কিছু খেলোয়াড়কে এর স্বাদ দিতে চায় এ কারণে যে ৫ দিনের ক্রিকেট খেললে তা জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে সেটা ভিন্ন কথা। এটা পুরোপুরি মানসিক ব্যাপার যে জীবনের সঙ্গে কিভাবে মানিয়ে নেবেন।'

২০২৩ সাল থেকে ভবিষ্যৎ সূচির চক্র শুরু করবে আইসিসি। ২০২৩ থেকে ২০৩১ সাল পর্যন্ত এ চক্রে চার দিনের টেস্ট আয়োজন নিয়ে আলোচনা হবে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থাটিতে। এর মধ্যেই অবশ্য এই পরিকল্পনার পক্ষে অবস্থান নিয়েছে ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। অস্ট্রেলিয়াও ভাবছে এ নিয়ে। তবে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এখনও এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।

তবে ব্যক্তিগতভাবে কোন ক্রিকেটারই এখন পর্যন্ত চার দিনের পক্ষে মত দেননি। ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি প্রকাশ্যে সমালোচনা করেছেন। করেছেন ইংলিশ তারকা বেন স্টোকসও। অসি তারকা নাথান লায়ন তো এটাকে হাস্যকরই বলেছেন। সাবেক তারকা হাশিম আমলা, গ্লেন ম্যাকগ্রা, মাহেলা জয়াবর্ধনে, ইয়ান বোথাম হতে শুরু করে শচীন টেন্ডুলকার পর্যন্ত এ নিয়মের সমালোচনা করেছেন।

Comments

The Daily Star  | English

Former DMP commissioner Asaduzzaman Mia arrested

Rapid Action Battalion has arrested former Dhaka Metropolitan Police (DMP) commissioner Asaduzzaman Mia from the capital's Mohakhali area

2h ago