দিল্লিতে রাষ্ট্রপতি ভবনের দিকে বিক্ষোভ মিছিল, পুলিশের সঙ্গে সংঘর্ষ
জওয়াহারলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে (জেএনইউ) হামলার প্রতিবাদে দিল্লির রাষ্ট্রপতি ভবনের দিকে যাওয়া শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল মাঝপথে আটকে দিয়েছে পুলিশ।
বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের নেতা ঐশি ঘোষের নেতৃত্বে শ্লোগান দেন। এসময় বিক্ষুব্ধ শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে বলে জানিয়েছে এনডিটিভি।
আজ (৯ জানুয়ারি) হামলাকারীদের বিচার এবং উপাচার্যের পদত্যাগ দাবিতে মান্ডি হাউজ থেকে যাত্রা শুরু করেন শিক্ষক-শিক্ষার্থীসহ সমাজের বিভিন্ন শ্রেণির মানুষ। মানবসম্পদ উন্নয়ন মন্ত্রণালয়ে স্মারকলিপি দেয়ার কথা ছিল তাদের।
পরে সেখান থেকে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে রাষ্ট্রপতি ভবনের উদ্দেশে যাত্রা করেন তারা।
আরও পড়ুন:
Comments