ইরানে হামলার বিষয়ে ট্রাম্পের ক্ষমতা খর্ব করে প্রতিনিধি পরিষদে প্রস্তাব পাশ
ইরানে হামলার বিষয়ে রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা খর্ব করে মার্কিন প্রতিনিধি পরিষদে প্রস্তাব পাশ করা হয়েছে।
প্রস্তাবে বলা হয়েছে, কংগ্রেসের অনুমতি ছাড়া ট্রাম্প ইরানে সামরিক অভিযান চালাতে পারবে না।
যুক্তরাষ্ট্র ও ইরানের হামলা-প্রতিহামলার উত্তেজনার মধ্যে গতকাল (৯ জানুয়ারি) এই প্রস্তাব পাশ করে ডেমোক্রেট সংখ্যাগরিষ্ঠ প্রতিনিধি পরিষদ।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, প্রস্তাবটি ২২৪-১৯৪ ভোটে পাশ হয়েছে। ভোটের সময় ট্রাম্পের রিপাবলিকান দলের কয়েকজন সদস্য দলীয় নীতি উপেক্ষা করে তার বিরুদ্ধে ভোট দিয়েছেন।
এখন প্রস্তাবটি কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে যাবে। সেখানে রিপাবলিকান দলের সংখ্যাগরিষ্ঠতা রয়েছে।
ইরানের বিপ্লবী গার্ডের শীর্ষ কমান্ডার কাশেম সোলাইমানিকে ইরাকে বিমান হামলা চালিয়ে হত্যা করার পর ইরানও প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরাকে দুটি মার্কিন ঘাঁটিতে। এরপর দেশ দুটির সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছিলো। কিন্তু, ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর ট্রাম্প নমনীয় আচরণ করেন। এছাড়াও, কোনো পূর্বশর্ত ছাড়াই ইরানের সঙ্গে আলোচনার প্রস্তাব দিয়েছে ট্রাম্প প্রশাসন।
এমন পরিস্থিতিতে ইরানে মার্কিন হামলার বিষয়ে ট্রাম্পের ক্ষমতা খর্ব করে প্রতিনিধি পরিষদে প্রস্তাব পাশ করা হলো।
প্রস্তাব পেশের আগের দিন হাউজ স্পিকার ন্যান্সি পেলোসি এক বার্তায় বলেছিলেন, “(ট্রাম্প) প্রশাসন ইরানের সঙ্গে যে শত্রুতায় জড়িয়ে পড়েছে তা নিয়ে কংগ্রেস সদস্যরা খুবই উদ্বিগ্ন।”
বার্তায় আরও বলা হয়েছে, “ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালানোর কর্তৃত্ব কংগ্রেস রাষ্ট্রপতিকে দেয়নি।”
Comments