কেজি প্রতি ৩ টাকা!

চালের মান কেমন- তা কোনো বিষয় না। চালকল মালিকদের কেজি প্রতি তিন টাকা করে ঘুষ দিতে হয় খুলনার স্থানীয় সরবরাহ ডিপোর ইনচার্জ ইলিয়াস হোসেনকে।
গতকাল (৯ জানুয়ারি) দুর্নীতি দমন কমিশনের (দুদক) হাতে ধরা পড়ার পর বিষয়টি সামনে চলে আসে। মিল মালিক কামরুজ্জামানের কাছ থেকে ১ লাখ টাকা ঘুষ নেওয়ার সময় হাতেনাতে ধরা পড়ে ইলিয়াস।
দুদকের সহকারী পরিচালক শাওন মিয়া পরে ইলিয়াসের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
ডুমুরিয়ার এম এ জামান অটো রাইস মিল অ্যান্ড প্রোসেসিং মিলসের মালিক কামরুজ্জামান বলেছেন, “চালকল মালিকরা খুবই বিরক্ত। ঘুষের কারণে তারা কোনো লাভ করতে পারেন না।”
কামরুজ্জামান জানিয়েছেন, গত বছর তিনি ৯০০ টন বোরো ধান সংগ্রহ করেছিলেন। সেগুলো প্রক্রিয়াজাত করে ডুমুরিয়ায় ডিপোতে সরবরাহ করেন। কিন্তু, তিনি এখনো এর জন্যে কোনো টাকা পাননি।
বলেছেন, “বিল অনুমোদন করার জন্যে ইলিয়াস সাড়ে সাত লাখ টাকা ঘুষ দাবি করেছিলো। এর মধ্যে ১ লাখ টাকা অগ্রিম দিতে বলেছিলো ৯ জানুয়ারি।”
কামরুজ্জামান দুদকের খুলনা অফিসকে বিষয়টি জানানোর পর, দুদকের একটি দল ডিপোর কাছে অবস্থান নেয়। গতকাল তাদের একজনকে সঙ্গে নিয়ে কামরুজ্জামান ডিপোর ভিতরে আসেন। টাকা নেওয়ার সময় দুদক দল ইলিয়াসকে ১ লাখ টাকাসহ ধরে ফেলেন।
দুদকের সহকারী পরিচালক বলেছেন, ইলিয়াসকে জেলা আদালতে তোলা হয়েছিলো। আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
Comments