ক্ষমতার অপব্যবহার করেছে মোদি সরকার: ভারতের সুপ্রিম কোর্ট
মোদি সরকার জম্মু ও কাশ্মীরসহ দেশের বিভিন্ন জায়গায় ১৪৪ ধারা প্রয়োগের মাধ্যমে ‘ক্ষমতার অপব্যবহার’ করেছে বলে মন্তব্য করেছেন ভারতের সুপ্রিম কোর্ট। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
আজ (১০ জানুয়ারি) জম্মু ও কাশ্মীরের নিষেধাজ্ঞা বিষয়ক এক মামলার রায় প্রদানের সময় এমন মন্তব্য করেছেন ভারতের সর্বোচ্চ আদালত।
জম্মু ও কাশ্মীর প্রশাসনকে এক সপ্তাহের মধ্যে নিষেধাজ্ঞা জারির বিষয়টি পুনর্বিবেচনার এবং ১৪৪ ধারা ও অন্যান্য বিধিনিষেধ সংক্রান্ত আদেশের তালিকা প্রকাশ করার নির্দেশ দিয়েছেন আদালত।
আদালত বলেছেন, “গণতান্ত্রিক অধিকার প্রতিরোধে বা মতপার্থক্য দমন করতে ১৪৪ ধারাকে অস্ত্র হিসেবে ব্যবহার করা যাবে না। সংবিধান সবসময় ভিন্ন দৃষ্টিভঙ্গির প্রকাশকে স্বাগত জানায়। কিন্তু, দিনের পর দিন ১৪৪ ধারা জারি রাখা মেনে নেওয়া যায় না।”
আদালত আরও বলেছেন, “লাগাতার ১৪৪ ধারা জারি করে রাখা ক্ষমতার অপব্যবহার ছাড়া আর কিছু নয়।”
বিচারপতি এনভি রমনা, বিআর গাওয়াই এবং সুভাষ রেড্ডির সমন্বয়ে গঠিত তিন সদস্যের বেঞ্চ এসব মন্তব্য করেছেন। এসময় জম্মুও কাশ্মীরের ইন্টারনেট সেবা বন্ধ রাখা নিয়েও সরকারের সমালোচনা করেছেন আদালত।
ইন্টারনেট ব্যবহারের অধিকারকে মানুষের বাকস্বাধীনতার অংশ হিসেবে উল্লেখ করেছেন ভারতের সুপ্রিম কোর্ট।
Comments