রাজধানীতে বাসের চাকায় পিষ্ট হয়ে শিশুর মৃত্যু
রাজধানীর বিজয় সরণী এলাকায় বাসের চাকায় পিষ্ট হয়ে ১০ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ (১০ জানুয়ারি) বিকালে এ দুর্ঘটনা ঘটে।
তেজগাঁও থানার পরিদর্শক কামাল উদ্দিন দ্য ডেইলি স্টারকে জানান, নিহত শিশুটির নাম মারজানা। সে তার বাবা মিজানুর রহমানের মোটরসাইকেলের পিছনে বসেছিলো। এ সময় মোটরসাইকেলটিকে পেছনে থেকে ধাক্কা দেয় দেওয়ান পরিবহনের একটি বাস। তখন মিজানুর ও মারজানা মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন এবং বাসের পিছনের চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায় মারজানা।
প্রত্যক্ষদর্শী শামিন ইয়াসার সাকিব জানান, মোটরসাইকেলটি রাস্তায় লেন পরিবর্তন করার সময় সেটিকে পেছন থেকে ধাক্কা দেয় বাসটি। পরে বাসের পেছনের চাকা মেয়েটির মাথা পিষ্ট করে চলে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।
এ ঘটনায় নিহতের বাবা ও গাজীপুরের জামিয়া রাহমানিয়া মাদ্রাসার অধ্যক্ষ মিজানুর রহমানও আহত হয়েছেন এবং সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বাসের চালক সোহেল রানাকে আটক করেছে পুলিশ।
Comments