ব্যাটে-বলে ঝলমলে শার্দূলের দাপটে সিরিজ ভারতের

ছবি: এএফপি

দুই ওপেনার লোকেশ রাহুল, শেখর ধাওয়ান দুজনেই পেলেন ঝড়ো ফিফটি। শেষ দিকে ঝড় তুললেন শার্দুল ঠাকুর। পরে শ্রীলঙ্কাকে অল্প রানে আটকে রাখতে বল হাতেও জ্বলে উঠা শার্দূলের নৈপুণ্যে সহজেই লঙ্কানদের হারিয়েছে ভারত।

পুনেতে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কাকে ৭৮ রানে হারিয়েছে ভারত। গৌহাটিতে প্রথম ম্যাচ বৃষ্টিতে ভেসে যাওয়ার পর বাকি দুটিতেই জিতে সিরিজ নিশ্চিত করেছে বিরাট কোহলির দল।

আগে ব্যাটিং পাওয়া ভারতের ২০১ রানের বড় সংগ্রহের জবাবে মাত্র ১২৩ রানেই অলআউট হয়ে যায় শ্রীলঙ্কা।

টস জিতে ভারতকে ব্যাট করতে গিয়ে বরং আফসোসেই পুড়েছে লঙ্কানরা। ভারতীয় দুই ওপেনার দলকে পাইয়ে দেন ঝড়ো শুরু। ওভারপ্রতি প্রায় ১০ করে রান বাড়াতে থাকেন তারা। ৩৬ বলে ৫২ করে ধাওয়ানের আউটে ভাঙে এই জুটি। সঞ্জু স্যামসন দ্রুত ফিরে যাওয়ার পর আরেক ওপেনার রাহুলও ৩৬ বলে ৫৪ করে আউট হয়ে যান।

এরপর মানিষ পান্ডে ১৮ বলে অপরাজিত ৩১, ছয়ে নেমে অধিনায়ক কোহলি ১৭ বলে ২৬ ও শার্দূল মাত্র ৮ বলে ২২ রান করলে দুশো ছাড়িয়ে যায় ভারত।

বড় লক্ষ্যে নেমে শার্দূল ঠাকুর, জাসপ্রিট বোমরাহ, নবদ্বীপ সাইনিদের তোপে পড়ে লঙ্কা। মাত্র ২৬ রানে ৪ উইকেট খুইয়ে শুরুতেই হারের কাছে চলে যায় তারা। এরপর ধনঞ্জয়া ডি সিলভা ৩৬ বলে ৫১ আর অ্যাঞ্জেলো ম্যাথিউস ২০ বলে ৩১ করে কেবল হারের ব্যবধানই কমিয়েছেন।

সংক্ষিপ্ত স্কোর:

ভারত: ২০ ওভারে ২০১/৬ (রাহুল ৫৪, ধাওয়ান ৫২, স্যামসন ৬, মনিশ ৩১*, শ্রেয়াস ৪, কোহলি ২৬, সুন্দর ০, শার্দুল ২২*; মালিঙ্গা ০/৪০, ম্যাথিউস ০/৩৮, ধনাঞ্জয়া ০/১৩, কুমারা ১/৪৬, হাসারাঙ্গা ১/২৭, সান্দাক্যান ৩/৩৫)।

শ্রীলঙ্কা: ১৫.৫ ওভারে ১২৩ (গুনাথিলাকা ১, আভিশকা ৯, কুসল ৭, ওশাদা ২, ম্যাথিউস ৩১, ধনাঞ্জয়া ৫৭, শানাকা ৯, হাসারাঙ্গা ০, সান্দাক্যান ১, মালিঙ্গা ০, কুমারা ১*; বুমরাহ ১/৫, শার্দুল ২/১৯, সাইনি ৩/২৮, সুন্দর ২/৩৭, চেহেল ০/৩৩)।

ফল: ভারত ৭৮ রানে জয়ী

সিরিজ: ৩ ম্যাচ সিরিজে ভারত ২-০তে জয়ী

ম্যান অব দা ম্যাচ: শার্দুল ঠাকুর

ম্যান অব দা সিরিজ: নবদীপ সাইনি

Comments

The Daily Star  | English

Shomi Kaiser arrested in Uttara

The Dhaka Metropolitan Police (DMP) arrested actress Shomi Kaiser in the capital’s Uttara area early today.

1h ago