আন্তর্জাতিক

রুশ ক্ষেপণাস্ত্র দিয়ে উড়োজাহাজ ভূপাতিত করেছে ইরান: যুক্তরাষ্ট্র

মার্কিন গোয়েন্দা বিভাগের এক কর্মকর্তা বলেছেন, রাশিয়ার তৈরি দুটি এসএ-১৫ ক্ষেপণাস্ত্রের আঘাতে ইউক্রেনের উড়োজাহাজ ভূপাতিত করেছে ইরান। বিধ্বস্ত হওয়ার আগ মুহূর্তে ইরানি রাডারকে উড়োজাহাজটির গতিবিধি লক্ষ্য করতে দেখেছিলো মার্কিন গোয়েন্দারা।
USA-1.jpg
উড়োজাহাজে ক্ষেপণাস্ত্রের আঘাত (প্রতীকী ছবি)। সিবিএস চ্যানেলের ভিডিও থেকে নেওয়া

মার্কিন গোয়েন্দা বিভাগের এক কর্মকর্তা বলেছেন, রাশিয়ার তৈরি দুটি এসএ-১৫ ক্ষেপণাস্ত্রের আঘাতে ইউক্রেনের উড়োজাহাজ ভূপাতিত করেছে ইরান। বিধ্বস্ত হওয়ার আগ মুহূর্তে ইরানি রাডারকে উড়োজাহাজটির গতিবিধি লক্ষ্য করতে দেখেছিলো মার্কিন গোয়েন্দারা।

এর আগে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বলেছিলেন, ওয়াশিংটন বিশ্বাস করে যে ‘সম্ভবত’ বোয়িং ৭৩৭ বিধ্বস্ত হওয়ার জন্য ইরান দায়ী এবং এ বিষয়ে ‘স্থির সিদ্ধান্ত’ জানার পর ‘যথোপযুক্ত প্রতিক্রিয়া’ ব্যক্ত করা হবে।

সিএনএন একটি ভিডিও প্রকাশ করেছে, যেখানে দেখা যায় তেহরানের রাতের আকাশে ক্ষেপণাস্ত্র আঘাত হানছে। ভিডিওটি বুধবার ইউক্রেনীয় বিমানটি বিধ্বস্ত হওয়ার সময়েই ধারণ করা।

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেছেন, ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় উড়োজাহাজ দুর্ঘটনা হয়েছে এমন প্রমাণ কানাডার কাছেও রয়েছে।

এরপরই আজ সকালে ইরান উড়োজাহাজ ভূপাতিতের দায় স্বীকার করায়, পূর্বের অনুমানগুলো সত্য হলো।

যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, সুইডেন এবং ইউরোপীয় কমিশন ইউক্রেনীয় উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনা নিয়ে পৃথক পৃথক বিশ্বাসযোগ্য তদন্তের আহ্বান জানিয়েছিলো।

আরও পড়ুন:

উড়োজাহাজ ভূপাতিতের দায় স্বীকারের পর ইরানি প্রেসিডেন্টের ‘গভীর দুঃখপ্রকাশ’

ইরান সেনাবাহিনীর ‘অনিচ্ছাকৃত’ গোলার আঘাতে ইউক্রেনের উড়োজাহাজ ভূপাতিত

Comments

The Daily Star  | English
VIP movements are Dhaka’s undiagnosed illness

VIP movements are Dhaka’s undiagnosed illness

If the capital's traffic condition makes you angry, you're normal

9h ago