জাতীয় স্কুল ক্রিকেটের নতুন আসর বঙ্গবন্ধুর নামে

ছবি: ফিরোজ আহমেদ

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটের নতুন আসর হবে বঙ্গবন্ধুর নামে। শনিবার (১১ জানুয়ারি) বিসিবির মিডিয়া লাউঞ্জে টুর্নামেন্টের লোগো উন্মোচন অনুষ্ঠানে এমন ঘোষণা দেন আয়োজকরা।

আগামী ২০ জানুয়ারি থেকে দেশের ৬৪ জেলায় একযোগে শুরু হবে দেশের ক্রিকেটের সবচেয়ে বড় উৎসব জাতীয় স্কুল ক্রিকেট ২০১৯-২০। প্রাইম ব্যাংকের পৃষ্ঠপোষকতায় সারা দেশের ৫৫৬ স্কুলের ১১ হাজার ক্রিকেটার এতে অংশ নেবে।

স্কুল ক্রিকেটের লোগো উন্মোচন অনুষ্ঠানে বিসিবির গেম ডেভলপমেন্টের চেয়ারম্যান খালেদ মাহমুদ সুজন জানান, পুরনো জৌলুস ফিরে আসছে এই টুর্নামেন্টের, ‘স্কুল ক্রিকেট তার হারানো ঐতিহ্য ধীরে ধীরে ফিরে পেতে শুরু করেছে। এবারের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বাংলাদেশ দলের চারজনের অভিজ্ঞতা আছে প্রাইম ব্যাংক স্কুল ক্রিকেট খেলার। বয়সভিত্তিক সব দলেই স্কুল ক্রিকেট খেলা খেলোয়াড়ের সংখ্যা অনেক।’

পৃষ্ঠপোষক প্রাইম ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা রাহেল আহমেদ জানান, নিয়মিত আয়োজিত হওয়া এই আসরে এবার থাকছে নতুনত্ব। যেহেতু বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী এই বছরেই, কাজেই এবার স্কুল ক্রিকেট হবে বঙ্গবন্ধুর নামে।

৬৪ জেলার চ্যাম্পিয়ন দলের অংশগ্রহণে হবে বিভাগীয় চ্যাম্পিয়নশিপ। ৭ বিভাগের চ্যাম্পিয়ন দল আর ঢাকা মেট্রোর চ্যাম্পিয়ন দলের অংশগ্রহণে হবে জাতীয় চ্যাম্পিয়নশিপ। ৭০ ভেন্যুতে এই টুর্নামেন্টে হবে ৯৬০টি ম্যাচ।

Comments

The Daily Star  | English

Bangladesh women retain SAFF glory

Bangladesh retained the title of SAFF Women's Championship with a 2-1 win against Nepal in an entertaining final at the Dasharath Stadium in Kathmandu today. 

14m ago