লিটনের ব্যাটে কোয়ালিফায়ার নিশ্চিত করল রাজশাহী
প্লে অফ নিশ্চিত হয়েছে আগেই তবে শীর্ষে দুইয়ে থাকতে হলে জিততেই হবে। এমন সমীকরণ নিয়ে মাঠে নেমেছিল দুই দল। তাতে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে হারিয়ে প্রথম কোয়ালিফায়ার নিশ্চিত করেছে রাজশাহী রয়্যালস। বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের পর উইকেটরক্ষক ব্যাটসম্যান লিটন কুমার দাসের দুর্দান্ত ব্যাটিংয়ে চট্টগ্রামকে ৮ উইকেটে হারিয়ে শীর্ষে উঠেছে দলটি।
কিছুটা দুর্ভাগা চট্টগ্রাম নিজেদের ভাবতেই পারে। কারণ বেশ সুবিধাজনক অবস্থানে ছিল দলটি। আগেই ১৬ পয়েন্ট ছিল তাদের। সবার আগে প্লেঅফও তারা নিশ্চিত করেছিল। সমান পয়েন্ট হওয়ার পরও রান রেট বিবেচনায় সেরা দুইয়ে থাকতে পারল না তারা।
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে লক্ষ্য তাড়ায় শনিবার রাজশাহীকে আরও একবার দলকে উড়ন্ত সূচনা এনে দেন লিটন কুমার দাস ও আফিফ হোসেন ধ্রুব। এ দুই ব্যাটসম্যানের আগ্রাসনে ওপেনিং জুটিতেই আসে ৮৮ রান। এরপর আফিফ আউট হলে শোয়েব মালিককে নিয়ে ৫০ রানের আরও একটি ভালো জুটি গড়েন লিটন। তাতেই জয়ের ভিত পেয়ে যায় দলটি। শেষ পর্যন্ত ১৪ বল ও ৮ উইকেট হাতে থাকতেই জয়ের বন্দরে পৌঁছায় দলটি।
দলের পক্ষে সর্বোচ্চ ৭৫ রানের ইনিংস খেলেন লিটন। ৪৮ বল মোকাবেলা করে ১১টি চার ও ১টি ছক্কায় নিজের ইনিংস সাজান তিনি। ২৫ বলে ৩টি চার ও ২টি ছক্কায় ৪৩ রান করে দলকে জিতিয়েই মাঠ ছাড়েন মালিক। ৩১ বলে ৩২ রান করেন আফিফ। চট্টগ্রামের পক্ষে একটি করে উইকেট নিয়েছেন নাসুম আহমেদ ও জিয়াউর রহমান।
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করে চট্টগ্রাম। ক্রিস গেইল ও জুনায়েদ সিদ্দিকির ওপেনিং জুটিতে আসে ৩৮ রান। তবে রানের গতি সে অর্থে বাড়াতে পারেনি। পাশাপাশি নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে দলটি। ফলে ১৫.২ ওভারে ৪ উইকেটে দলীয় শতরান পূরণ করে দলটি। এরপর পঞ্চম উইকেট জুটিতে অধিনায়ক মাহমুদউল্লাহর সঙ্গে উইকেটরক্ষক ব্যাটসম্যান নুরুল হাসান সোহানের আগ্রাসী ব্যাটিংয়ে লড়াকু সংগ্রহ পায় চট্টগ্রাম।
দলের পক্ষে সর্বোচ্চ ৪৮ রানের ইনিংস খেলে অপরাজিত থাকে মাহমুদউল্লাহ। ৩৩ বল মোকাবেলা করে ২টি চার ও ৩টি ছক্কায় এ রান করেন তিনি। ১৭ বলে ৪টি চার ও ১টি ছক্কায় ৩০ রান আসে সোহানের ব্যাট থেকে এছাড়া গেইল ও জুনায়েদ ২৩ রান করে করেন। ফলে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৫৫ রান তোলে দলটি।
সংক্ষিপ্ত স্কোর:
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স: ২০ ওভারে ১৫৫/৫ (গেইল ২৩, জুনায়েদ ২৩, ইমরুল ১৯, মাহমুদউল্লাহ ৩৮*, ওয়ালটন ৪, সোহান ৩০*, জিয়া ৭*; ইরফান ১/২৪, রাহী ১/১২, রাব্বি ০/৩৭, মালিক ১/১১, আফিফ ১/১৮, তাইজুল ১/২০, কাপালী ০/১৬, রেজা ০/১৭)।
রাজশাহী রয়্যালস: ১৭.৪ ওভারে ১৫৬/২ (লিটন ৭৫, আফিফ ৩২, মালিক ৪৩*, রাসেল ২*; রুবেল ০/২৭, প্লাঙ্কেট ০/৩১, নাসুম ১/৩৩, মাহমুদউল্লাহ ০/২৮, এমরিত ০/২০, জিয়া ১/১৭)।
ফলাফল: রাজশাহী রয়্যালস ৮ উইকেটে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: লিটন কুমার দাস (রাজশাহী রয়্যালস)।
Comments