কলকাতায় মোদি-মমতা বৈঠক

নাগরিকত্ব আইন ও এনআরসি পুনর্বিবেচনায় মোদিকে পরামর্শ মমতার

কলকাতায় রাজভবনে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি: টুইটার থেকে নেওয়া

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকে সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) ও জাতীয় নাগরিক তালিকা (এনআরসি) পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। আজ শনিবার (১১ জানুয়ারি) কলকাতার রাজভবনে বৈঠকে এ আহ্বান জানান তিনি।

দুই দিনের সফরে শনিবার বিকেলে কলকাতায় পৌঁছান নরেন্দ্র মোদি।

মমতা বলেন, “এটি ছিল সৌজন্য সাক্ষাৎ। প্রধানমন্ত্রীকে বলেছি... রাজ্যের বাসিন্দারা সিএএ, এনআরসি ও এনআরপি মানছে না। আমি তাকে এগুলো নিয়ে আবার চিন্তা করার কথা জানিয়েছি”।

সংশোধিত নাগরিকত্ব আইনের কট্টর সমালোচক মমতা ব্যানার্জীকে এ বিষয়ে আলোচনার জন্য দিল্লিতে যাওয়ার আমন্ত্রণ জানান মোদি।

এদিকে, মোদির কলকাতা সফর ঘিরে ব্যাপক নিরাপত্তার মধ্যেও বিভিন্ন জায়গায় তার সফরকে কেন্দ্র করে বিক্ষোভ হয়েছে। বিমানবন্দরের বাইরে নতুন সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে বিক্ষোভ হয়। এমনি রাজভবনে যাওয়ার পথেও বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছেন শতাধিক মানুষ।

Comments

The Daily Star  | English

CA appoints 3 new special assistants with state ministerial rank

Hours after induction three more advisers to the interim government, Chief Adviser Prof Muhammad Yunus appointed three special assistants equivalent to state minister portfolio

20m ago