ধর্ষণ অভিযোগে মেসের ম্যানেজার গ্রেপ্তার
রাজধানীর রামপুরা থেকে দুই নারীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার এক মেস ম্যানেজারকে কারাগারে পাঠিয়েছেন আদালত। গতকাল শুক্রবার (১০ জানুয়ারি) রাতে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
রামপুরা থানার উপপরিদর্শক আখতারুজ্জামান মুন্সী দ্য ডেইলি স্টারকে জানান, রাজধানীতে নয় বছর ধরে বেশ কয়েকটি মেস পরিচালনা করে আসছেন জি এম মুশফিকুল আলম (৩৮)। শুক্রবার তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা করেছেন মেসের দুই তরুণী।
আখতারুজ্জামান জানান, গত বৃহস্পতিবার এক নারীকে ধর্ষণের পর তাকে মুখ বন্ধ রাখার জন্য হুমকি দেয়া হয়। এর আগে ধর্ষণের শিকার ওই নারীর রুমমেটকেও গত ২৫ ডিসেম্বর ও ১ জানুয়ারি মুশফিকুল ধর্ষণ করে বলে অভিযোগ আছে। একইভাবে তাকেও সামাজিকভাবে হেয় করার হুমকি দিয়ে মুখ বন্ধ রাখা হয়।
ধর্ষণের শিকার দুই নারীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে।
আদালতে দেয়া পুলিশের প্রতিবেদনে বলা হয়েছে, মুশফিকুল একজন সিরিয়াল রেপিস্ট। দুই নারীর মামলার পর মেসের অনেকেই এ বিষয়ে মৌখিক অভিযোগ জানিয়েছেন।
Comments