নির্দেশ পেলে পাকিস্তান অধিকৃত জম্মু-কাশ্মীরে অভিযান চালাবো: ভারতের সেনাপ্রধান

mukund-naravane-1.jpg
ভারতীয় সেনাপ্রধান জেনারেল মনোজ নারাভানে। ছবি: সংগৃহীত

ভারতীয় সেনাপ্রধান জেনারেল মনোজ নারাভানে বলেছেন, ভারতীয় সংসদের রেজুলেশন অনুযায়ী জম্মু-কাশ্মীরের পুরোটাই ভারতের অংশ। যদি সংসদ নির্দেশনা দেয় তাহলে অবশ্যই এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে বলেও মন্তব্য করেছেন তিনি।

গতকাল (১১ জানুয়ারি) ভারতীয় সংবাদমাধ্যম এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে নারাভানে বলেছেন, নির্দেশ পেলে পাকিস্তান অধিকৃত জম্মু-কাশ্মীরে অভিযান চালাবে ভারতীয় সেনাবাহিনী। তখন থেকে পুরো কাশ্মীর ভারতের অধীনে থাকবে।

ভারতীয় সংবিধানের ৩৭০ ধারা বিলোপের পর সরকারের পরবর্তী লক্ষ্য পাকিস্তান নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীর নিজেদের নিয়ন্ত্রণে আনা। ভারতীয় কয়েকজন মন্ত্রীর এমন বক্তব্য বিষয়ে সেনাপ্রধান এ মন্তব্য করেন।

টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, ভারতীয় সেনাপ্রধানের এমন বক্তব্যকে দায়িত্বহীন বলে নিন্দা করেছে পাকিস্তান। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, “আজাদ জম্মু-কাশ্মীর নিয়ে নতুন ভারতীয় সেনাপ্রধানের দায়িত্বহীন বিবৃতি আমরা প্রত্যাখ্যান করছি।”

Comments

The Daily Star  | English

Bangladesh women retain SAFF glory

Bangladesh retained the title of SAFF Women's Championship with a 2-1 win against Nepal in an entertaining final at the Dasharath Stadium in Kathmandu today. 

14m ago