আমাদের অতিথি
‘কুল নাই কিনার নাই’ পদ্মার সেই ভয়ঙ্কর রুদ্ররূপ আর নেই।
কিন্তু সেই ঘাটতি পূরণ করতে সুদূর সাইবেরিয়া থেকে উড়ে এসেছে অতিথিরা।
শীত শেষে কিছু অতিথি ফিরে যায়, কিছু থেকে যায় সারা বছর।
রাজবাড়ি জেলার মহেন্দ্রপুর গ্রাম ঘেঁষা পদ্মায় হাজার হাজার অতিথি পাখি নিরাপদে নিশ্চিন্তে বসবাস করছে।
কৃষকেরা পদ্মার পাড়ে কাজ করছেন, অতিথিদের পাশে নিয়ে।
নদীতে খেয়া নৌকা, জেলে নৌকা, মানুষের পারাপার সবই চলছে স্বাভাবিকভাবে।
কৃষক এবং খেয়া নৌকার মাঝিরাই পাখিগুলোর রক্ষক। ফলে কেউ তাদের ক্ষতি করতে পারে না।
Comments