রাজবাড়ীতে বাস-হিউম্যান হলারের সংঘর্ষে নিহত ৫
রাজবাড়ীতে বাসের সঙ্গে হিউম্যান হলারের সংঘর্ষে পাঁচ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন তিন জন। হতাহতদের সবাই হিউম্যান হলারের যাত্রী। আজ রোববার (১২ জানুয়ারি) ঢাকা-খুলনা মহাসড়কের রাজবাড়ী সদর উপজেলায় এ দুর্ঘটনা ঘটে।
আল্লাদিপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদ পারভেজ জানান, নিহতদের দুই জনের নাম জানা গেছে। তারা হলেন রিফাত ও রাশেদা।
পুলিশ জানায়, বিকেল সাড়ে তিনটার দিকে চর খানখানাপুর এলাকায় গোয়ালন্দগামী হিউম্যান হলারের সঙ্গে ঢাকাগামী গ্রিন লাইন পরিবহনের একটি বাসের সংঘর্ষ হয়।
ঘটনাস্থলেই হিউম্যান হলারের আট যাত্রীর পাঁচ জন মারা যান বলে দ্য ডেইলি স্টারকে জানান পুলিশ কর্মকর্তা মাসুদ পারভেজ।
তাৎক্ষণিকভাবে বাকিদের পরিচয় জানা যায়নি। আহত তিন জনকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
দুর্ঘটনার পরই বাস ও হিউম্যান হলারের চালক পালিয়েছেন। তবে বাসটি জব্দ করা হয়েছে।
Comments