বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে থাকছেন না মাশরাফি

Mashrafee Mortaza
ফাইল ছবি: ফিরোজ আহমেদ

নতুন বছরের জন্য বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে থাকছেন না ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছেন, নতুন খেলোয়াড়দের সুযোগ দিতে কেন্দ্রীয় চুক্তিতে মাশরাফি নিজেই তাকে না রাখার অনুরোধ করেছেন ।

রোববার বিসিবির কার্যনির্বাহী সভায় সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যুগুলোর একটি ছিল ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তি। সেখানে সবচেয়ে বড় বদল ‘এ’ প্লাস ক্যাটাগরি খেলোয়াড় হিসেবে চুক্তিভুক্ত মাশরাফির না থাকা।

বিসিবি সভাপতি জানান, আজ (রোববার) বিকেলে এই সভায় বসার আগে মাশরাফি তাকে ফোন করেছিলেন। সেখানেই নিজের সিদ্ধান্ত জানান বাংলাদেশের সফল অধিনায়ক,  ‘মাশরাফির সঙ্গে আমার কথা হয়েছে এই সভা শুরুর আগেই। সেই ফোন করেছিল আমাকে, তার কথা কেন্দ্রীয় চুক্তিতে তাকে না রাখতে। সে খেলার মধ্যে আছে, কিন্তু কেন্দ্রীয় চুক্তিতে থাকতে চায় না। কারণ তাহলে নতুন কেউ সুযোগ পাবে। আমরা তা গ্রহণ করেছি। কেন্দ্রীয় চুক্তি যেটা আসছে সেখানে মাশরাফি থাকছে না, এটা আপনাদের আগেই জানিয়ে দিলাম।’

বিসিবির সর্ব শেষ চুক্তিতে ‘এ’ প্লাস ক্যাটাগরিতে ছিলেন মাশরাফি বিন মর্তুজা, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, তামিম ইকবাল ও মাহমুদউল্লাহ রিয়াদ। 'এ' প্লাস ক্যাটাগরির ক্রিকেটার হিসেবে মাসে চার লক্ষ টাকা সম্মানী পেতেন তারা।  জুয়াড়ির প্রস্তাব গোপন করায় নিষিদ্ধ থাকা সাকিব আল হাসান আগেই এই চুক্তি থেকে বাদ পড়েছেন। মাশরাফি নিজেকে সরিয়ে নেওয়ায় নতুন চুক্তিতে ‘এ’ প্লাস ক্যাটাগরিতেও আসতে পারে বদল।

রোববার বোর্ড সভায় নতুন চুক্তিভুক্ত খেলোয়াড়ের তালিকা উপস্থাপন করা হয়েছিল। কিন্তু সেটা এখনি অনুমোদন না দিয়ে নতুন আরও খেলোয়াড়দের চুক্তিতে আনা যায় কিনা খতিয়ে দেখতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন নাজমুল,  ‘আজকে তুলেছিল (খেলোয়াড়দের তালিকা)। আমরা বলেছি এটা আরও কিছু বদল আনতে, কারণ নতুন যারা ভালো করছে তাদেরও এখানে ঢোকানো যায় কিনা সেটা দেখতে বলেছি। শীঘ্রই তা প্রকাশ করা হবে।

Comments

The Daily Star  | English

Bangladesh women retain SAFF glory

Bangladesh retained the title of SAFF Women's Championship with a 2-1 win against Nepal in an entertaining final at the Dasharath Stadium in Kathmandu today. 

14m ago