ক্রিকেটারদের ম্যাচ ফি বাড়ল
টি-টোয়েন্টি, ওয়ানডে ও টেস্ট, তিন সংস্করণেই ক্রিকেটারদের ম্যাচ ফি বাড়িয়েছে বিসিবি। এরমধ্যে সবচেয়ে বেড়েছে টেস্টের ম্যাচ ফি। আগের তুলনায় প্রায় পঞ্চাশ শতাংশ বাড়ানো হয়েছে দীর্ঘ পরিসরের ক্রিকেটের ম্যাচ ফি।
রোববার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে বিসিবির কার্যনির্বাহী পরিষদের সভায় অনুমোদন করা হয় নতুন ম্যাচ ফি। এখন থেকে প্রতিটি টি-টোয়েন্টি ম্যাচের জন্য ম্যাচ ফি থাকছে দুই লক্ষ, ওয়ানডেতে তিন লক্ষ আর প্রতি টেস্টের জন্য তা ছয় লক্ষ টাকা, ‘আমরা ম্যাচ ফি বাড়িয়েছে। এরমধ্যে সবচেয়ে বেড়েছে টেস্টে। এরমধ্যে দুই লক্ষ টাকা, তিন লক্ষ পাবে ওয়ানডে আর টেস্টের জন্য করা হয়েছে ছয় লক্ষ টাকা । টেস্টে আমরা লক্ষণীয়ভাবে বাড়িয়েছি।’
২০১৭ সালে সর্ব শেষ হালনাগাদ করা হয় ক্রিকেটারদের ম্যাচ ফি। তখন থেকে প্রতিটি টি-টোয়েন্টির জন্য ক্রিকেটাররা পেতেন ১ লক্ষ ২৫ হাজার টাকা, ওয়ানডেতে দুই লক্ষ এবং টেস্টের জন্য তা ছিল সাড়ে তিন লক্ষ টাকা।
ভারত সফরের আগে এগারো দফা দাবিতে আন্দোলনে যাওয়া ক্রিকেটারদের একটি দাবি ছিল ম্যাচ ফি বাড়ানো। নতুন বছরের শুরুতেই তাই ম্যাচ ফির ব্যাপারে ইতিবাচক সিদ্ধান্ত নিল বোর্ড।
Comments