ক্যাসিনো সহোদর এনামুল-রুপন গ্রেপ্তার
রাজধানীর ওয়ান্ডারার্স ক্লাবে ক্যাসিনো পরিচালনা মামলার পলাতক দুই সহোদর আসামি এনামুল হক এনু এবং রুপন ভূঁইয়াকে গ্রেপ্তার করেছে সিআইডি।
সিআইডির মিডিয়া সেলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আজ (১৩ জানুয়ারি) ভোররাতে অভিযান চালিয়ে ঢাকার কেরানীগঞ্জ এলাকা থেকে এনু ও রুপনকে গ্রেপ্তার করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গ্রেপ্তারকৃত আসামি এনামুল ওয়ান্ডার্স ক্যাসিনো ক্লাবের পরিচালক এবং গেন্ডারিয়া থানা আওয়ামী লীগের সহ-সভাপতি। রুপন আওয়ামী লীগের গেন্ডারিয়া থানা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক।
গ্রেপ্তারকৃত দুই ভাইয়ের নামে সংঘবদ্ধভাবে অবৈধ ক্যাসিনো ও জুয়া পরিচালনা, অর্থপাচার ও দুর্নীতির দায়ে অর্থ পাচার আইনে চারটি মামলা দায়ের করা হয়েছে।
Comments