পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন শুরু
দেশের সবচেয়ে বড় বিদ্যুৎকেন্দ্র পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে।
আজ (১৩ জানুয়ারি) দুপুর ১২টায় কেন্দ্রটিকে জাতীয় গ্রিডের সঙ্গে সংযুক্ত (সিনক্রোনাইজিং) করা হয়েছে।
বিদ্যুৎ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মীর মোহাম্মদ আসলাম উদ্দিন বলেন, “কেন্দ্রটি এখন ১০০ মেগাওয়াট লোডে বিদ্যুৎ সরবরাহ করছে। ক্রমান্বয়ে এই কেন্দ্র থেকে বিদ্যুৎ উৎপাদন বাড়ানো হবে।”
উল্লেখ্য, ২০১৬ সালের ৩০ মার্চ পটুয়াখালীর কলাপাড়ায় কয়লাভিত্তিক এক হাজার ৩২০ মেগাওয়াটের পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ কাজ শুরু হয়েছিলো।
Comments