মাশরাফি বললেন, দেশের টেস্ট ক্রিকেটের ছবি বদলে যেতে পারে
তিন সংস্করণেই ক্রিকেটারদের ম্যাচ ফি বাড়িয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নতুন কেন্দ্রীয় চুক্তিতে বেতন কাঠামোতেও আসতে যাচ্ছে পরিবর্তন। লক্ষনীয় ব্যাপার হলো, বোর্ডের সিদ্ধান্ত দুটির মূলে রয়েছে টেস্ট ক্রিকেটকে প্রাধান্য দেওয়ার বিষয়টি। একে স্বাগত জানিয়েছেন মাশরাফি বিন মর্তুজা ও মাহমুদউল্লাহ রিয়াদ। অভিজ্ঞ তারকা মাশরাফি তো দীর্ঘমেয়াদী সুফল প্রাপ্তির সম্ভাবনাও দেখছেন। তার মতে, সাদা পোশাকে ক্রিকেটারদের বেতন বাড়লে দেশের টেস্ট ক্রিকেটের ছবি পাল্টে যেতে পারে।
আনুষ্ঠানিক ঘোষণা না আসলেও বাংলাদেশের ক্রিকেটারদের নতুন বেতন কাঠামোতে থাকছে নতুনত্ব। আলাদা আলাদা সংস্করণের জন্য আলাদা আলাদা বেতন। সব সংস্করণে যারা খেলবেন, তাদের বেতন হবে আরেক রকম। এমন সিদ্ধান্তের পেছনে মূল ভাবনাটা টেস্টকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া।
সোমবার (১৩ জানুয়ারি) ম্যাচ ফি বাড়ানো ও নতুন বেতন কাঠামো প্রসঙ্গে মাশরাফি বলেছেন, 'খুব ভালো সিদ্ধান্ত। এর থেকে ভালো সিদ্ধান্ত হয়েছে যে বিভক্তিটা করা হচ্ছে সেটা। আমার মনে হয়, এটা খুব ভালো সিদ্ধান্ত। যারা তিন ফরম্যাটে থাকবে, তাদের বেতন বেশি হবে। এমনকি যারা টেস্ট ক্রিকেটকে বেশি প্রাধান্য দেয়, তাদের বেতন বেশি হওয়া উচিত। তাহলে হয়তোবা টেস্ট ক্রিকেটের ছবি পরিবর্তন হতে পারে। অবশ্যই বিসিবি খুব সুন্দর সিদ্ধান্ত নিয়েছে। কারণ আমরা শুনি যে (অনেক ক্রিকেটার) টেস্ট খেলতে চায় না...(খেলোয়াড়রা)। বেতনের ভেতরে থাকলে ওই তাড়নাটা আসবে যে আমি শুধু টেস্ট খেলব, অন্য সবার থেকে বেশি বেতন পাব। এটা খুব ভালো সিদ্ধান্ত যে ভাগাভাগি হচ্ছে।'
আগের দিন মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে বিসিবির কার্যনির্বাহী পরিষদের সভায় অনুমোদন করা হয় ক্রিকেটারদের নতুন ম্যাচ ফি। এখন থেকে প্রতিটি টি-টোয়েন্টি ম্যাচের জন্য ম্যাচ ফি থাকছে দুই লক্ষ, ওয়ানডেতে তিন লক্ষ আর প্রতি টেস্টের জন্য তা ছয় লক্ষ টাকা। এর আগে প্রতিটি টি-টোয়েন্টিতে ক্রিকেটাররা পেতেন এক লক্ষ ২৫ হাজার টাকা, ওয়ানডেতে দুই লক্ষ এবং টেস্টে তিন লক্ষ ৫০ হাজার টাকা।
মাহমুদউল্লাহর মতে, ম্যাচ ফি বাড়ায় টেস্টের প্রতি আরও উৎসাহ পাবেন ক্রিকেটাররা, 'আমি মনে করি, এটা খুবই ইতিবাচক একটা দিক। এ সিদ্ধান্ত নেওয়ায় বোর্ডকেও ধন্যবাদ। টেস্ট ক্রিকেটের প্রতি সবারই আগ্রহ আরও বাড়বে, আমি এটা বলব না যে আগ্রহ ছিল না। তবে যেহেতু এটাই আমাদের রুটি-রুজি, আমরা পারিশ্রমিক এখান থেকেই পাই, তাই ছেলেরা এতে আরও উৎসাহ পাবে। তাই আমি এ সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছি।'
Comments