ভালভার্দে বরখাস্ত, বার্সার নতুন কোচ সেতিয়েন

valvarde and setien
ছবি: এএফপি (সম্পাদিত)

স্প্যানিশ পরাশক্তি বার্সেলোনার কোচের পদ থেকে বরখাস্ত করা হয়েছে আর্নেস্তো ভালভার্দেকে। তার পরিবর্তে নতুন কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে কিকে সেতিয়েনকে।

দীর্ঘ বোর্ড সভা শেষে সোমবার রাত ৪টার দিকে (বাংলাদেশ সময় ১৪ জানুয়ারি) ভালভার্দের সঙ্গে সম্পর্কের ইতি টানার আনুষ্ঠানিক ঘোষণা দেয় বার্সেলোনা কর্তৃপক্ষ। ২০০৩ সালের পর এবারই প্রথম মৌসুমের মাঝপথে কোনো কোচকে ছাঁটাই করল ক্লাবটি।

৬১ বছর বয়সী রিয়াল বেতিসের সাবেক কোচ সেতিয়েনের সঙ্গে আড়াই বছরের চুক্তি করেছে কাতালানরা। আগামী ২০২২ সালের জুন পর্যন্ত তিনি দায়িত্বে থাকবেন।

ক্লাবটির পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘দুই পক্ষের সমঝোতার ভিত্তিতে এফসি বার্সেলোনা ও আর্নেস্তো ভালভার্দে চুক্তির ইতি টানার ব্যাপারে সম্মত হয়েছে।’

তারা যোগ করেছে, ‘পেশাদারিত্ব, আত্মোৎসর্গ, নিবেদন এবং বার্সা পরিবারের সকলের প্রতি তার ইতিবাচক আচরণের জন্য আর্নেস্তো ভালভার্দের কাছে ক্লাব প্রকাশ্যে কৃতজ্ঞতা প্রকাশ করছে। আমরা ভবিষ্যতে তার সৌভাগ্য এবং সাফল্য কামনা করি।’

২০১৭ সালে বার্সার কোচ হয়ে এসেছিলেন ভালভার্দে। আড়াই মৌসুমে তার অধীনে দুটি লা লিগা এবং একটি করে কোপা দেল রে ও স্প্যানিশ সুপার কাপ জিতেছে দলটি। চলতি মৌসুমেও লা লিগার পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছে বার্সা। তারা নিশ্চিত করেছে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের নক-আউটেও।

তবে দায়িত্বে থাকাকালে ভালভার্দেকে প্রচুর সমালোচনার মুখোমুখি হতে হয়েছে, বিশেষ করে খেলার ধরন ও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ম্যাচে হারের কারণে। গেল মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে প্রথম লেগে লিভারপুলের বিপক্ষে ৩-০ গোলে জিতলেও পরের লেগে ৪-০ গোলে হেরে বিদায় নিয়েছিল তারা।

সম্প্রতি স্প্যানিশ সুপার কাপের সেমি-ফাইনাল থেকে বার্সেলোনা বিদায় নেওয়ার পর ভালভার্দেকে ঘিরে অসন্তোষ আরও বাড়তে থাকে। শেষ পর্যন্ত তাকে বিদায় করে সেতিয়েনকে কোচ বানিয়েছে বার্সেলোনা।

Comments

The Daily Star  | English

US officials preparing for possible strike on Iran in coming days, Bloomberg reports

Iran and Israel continue to attack each other on Wednesday night, as Donald Trump weighs US involvement

10h ago