‘মৃত্যুর জন্য পুরোপুরি প্রস্তুত ছিলাম’
গত ৮ জানুয়ারি ইরাকে দুটি মার্কিন বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলার তথ্য আগেই জানতো মার্কিন বাহিনী। ফলে তারা বাঙ্কারে অবস্থান নিয়েছিলো।
সম্প্রতি, সিএনএনের কাছে সেই অভিজ্ঞতার কথা বলেছেন দুই মার্কিন সেনা সদস্য।
বাঙ্কারে অবস্থান নেওয়া এক সেনা সদস্য হলেন আকিম ফার্গুসন। প্রায় ছয় ফুট উচ্চতার সেই সেনা সদস্য সিএনএনকে বলেন, “আমি আমার বন্দুকটি চেপে ধরে মাথা নিচে রেখেছিলাম। এরপর নিরাপদ জায়গা খুঁজে বের করার চেষ্টা করলাম। কী ঘটতে যাচ্ছে তা জানতাম না। কিন্তু, বুঝতে পারছিলাম, যা ঘটার তা খুব দ্রুতই ঘটবে।”
তিনি আরও বলেছেন, “আমি মৃত্যুর জন্য পুরোপুরি প্রস্তুত ছিলাম।”
হামলার আগেই একটি সেনাদলের নেতৃত্বে থাকা লেফটেন্যান্ট কর্নেল স্ট্যাসি কোলম্যান সবাইকে বাঙ্কারে জড়ো করেছিলেন। সেখানে দেড় ঘণ্টা থাকার পরে হামলার তথ্য নিয়ে তার সন্দেহ হচ্ছিলো।
সিএনএনকে তিনি বলেছেন, “আমি একজন সাধারণ মানুষের মতোই বাঙ্কারে বসেছিলাম। তবে আমার মনে হচ্ছিলো, আমি হয়তো (বাঙ্কারে আশ্রয় নিয়ে) ভুল সিদ্ধান্ত নিয়েছি।”
“এভাবে নিজের সঙ্গে কথা বলার ১০ মিনিট পরেই বুম বুম বুম শব্দ শুনলাম। তখন আমি আমার সন্দেহের উত্তর খুঁজে পাই।”
তিনি আরও বলেছেন, “প্রচণ্ডভাবে পুরো মাটি কেঁপে উঠলো। আমি বুঝতে পেরেছিলাম বিস্ফোরণগুলো আমাদের খুব কাছেই হয়েছে।”
ইরাকে মার্কিন বিমান হামলায় ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তা কাশেম সোলাইমানি হত্যার পর উপসাগরীয় অঞ্চলে তীব্র উত্তেজনা বিরাজ করছে। এমন পরিস্থিতিতেই দুটি মার্কিন বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিলো ইরান।
Comments