সুন্দরবনের মাদার নদী থেকে বনবিভাগের নৌযান চালকের মরদেহ উদ্ধার
সাতক্ষীরার সুন্দরবনের কাছে মাদার নদী থেকে বনবিভাগের নৌযান চালক নবাব আলী গাজীর (৬৫) মরদেহ উদ্ধার করেছে কোস্টগার্ড। গতকাল সোমবার (১৩ জানুয়ারি) রাতে শ্যামনগর উপজেলার ভেটখালীর কোস্টগার্ড অফিসের সামনে থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত নবাব আলী পশ্চিম বনবিভাগের সাতক্ষীরা রেঞ্জের কৈখালী স্টেশনে নৌযান চালকের কাজ করতেন।
তার ছেলে মো. রফিকুল ইসলাম জানান, গত রোববার রাত ১০টার দিকে স্টেশন অফিসে যাওয়ার কথা বলে নবাব আলী ঘর থেকে বেরিয়ে যান। এরপর আর তার কোনো খোঁজ পাওয়া যায়নি।
স্থানীয় ইউপি সদস্য আব্দুল হামিদ জানান, গত রাত সাড়ে নয়টার দিকে তিনি জানতে পারেন একজনের মরদেহ কোস্টগার্ড অফিসের সামনের পাটাতনে আটকে রয়েছে। উদ্ধারের পর নবাব আলীর মরদেহ সনাক্ত হয়।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নাজমুল হুদা জানান, বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।
ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
Comments