‘যৌথ প্রতিরোধ বাহিনী’কে সহযোগিতা অব্যাহত রাখার ঘোষণা ইরানের

যুক্তরাষ্ট্রের ড্রোন হামলায় নিহত কাশেম সুলেইমানিকে সিরিয়ার সশস্ত্র বাহিনীর শীর্ষ পদকে ভূষিত করা হয়েছে। রাষ্ট্রপতি বাশার আল আসাদের পক্ষে সিরিয়ার প্রতিরক্ষামন্ত্রী জেনারেল আলী আব্দুল্লাহ আইয়ুব গতকাল সোমবার (১৩ জানুয়ারি) তেহরানে এক অনুষ্ঠানে সুলেইমানির পরিবারের সদস্যদের হাতে পদক তুলে দেন।
তেহরানে ইরান ও সিরিয়ার প্রতিরক্ষামন্ত্রী

যুক্তরাষ্ট্রের ড্রোন হামলায় নিহত কাশেম সুলেইমানিকে সিরিয়ার সশস্ত্র বাহিনীর শীর্ষ পদকে ভূষিত করা হয়েছে। রাষ্ট্রপতি বাশার আল আসাদের পক্ষে সিরিয়ার প্রতিরক্ষামন্ত্রী জেনারেল আলী আব্দুল্লাহ আইয়ুব গতকাল সোমবার (১৩ জানুয়ারি) তেহরানে এক অনুষ্ঠানে সুলেইমানির পরিবারের সদস্যদের হাতে পদক তুলে দেন।

পদক প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইরানের প্রতিরক্ষামন্ত্রী জেনারেল আমির হাতামি।

সিরিয়ার প্রতিরক্ষামন্ত্রী তার দেশের পক্ষ থেকে সুলেইমানি হত্যার তীব্র নিন্দা জানিয়ে বলেন, সিরিয়ার নিপীড়িত জনগণের পাশে সর্বদা তার সক্রিয় নৈতিক উপস্থিতি ছিল।

এই হত্যাকাণ্ড মধ্যপ্রাচ্যে পশ্চিমা আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধের পথে কোন প্রভাব ফেলবে না জানিয়ে তিনি আরও বলেন, “শহিদ সুলেইমানির তৈরি করা প্রতিরোধই আজ এই অঞ্চলের মানুষের আদর্শ পন্থা।”

মধ্যপ্রাচ্য থেকে পশ্চিমা শক্তিকে বিতাড়িত করতে ‘যৌথ প্রতিরোধ বাহিনী’র সঙ্গে তেহরানের চলমান সহযোগিতা অব্যাহত থাকবে বলে সিরিয়ার প্রতিরক্ষামন্ত্রীকে প্রতিশ্রুতি দেন ইরানের প্রতিরক্ষামন্ত্রী জেনারেল আমির হাতামি।

মধ্যপ্রাচ্যে ইসরায়েল এবং পশ্চিমা-শক্তির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা ইরান ও সিরিয়ার প্রতিরক্ষা বাহিনী, লেবাননের হিজবুল্লাহ, ইরাকি মিলিশিয়া, ইয়েমেনি হুতি বাহিনীর সমন্বয়ে গঠিত এই ‘যৌথ প্রতিরোধ বাহিনী’। ২০১২ সাল থেকে এই যৌথবাহিনী ‘প্রতিরোধের অক্ষশক্তি’ নামে পরিচিত হয় এবং ইরাক ও সিরিয়ায় আইএসের উত্থান ঠেকাতে শক্ত প্রতিরোধ গড়ে তোলে।

Comments